All In One সকল বিশেষ বিশেষ টিউটরিয়াল একসাথে দেয়া হল, বিশেষ করে Hacking চেইন টিউটরিয়াল

InformBD.Com

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিছু অন্য ধরনের টিপ্স। যেগুলো হয়ত এর আগে আপনারা দেখে থাকবেন আর নুতুন হলে আশা করি আমার এই টিউনে কিছুটা হলেও শিখতে থাকবেন।

এই টিউনে কিছু চেইন টিউটোরিয়াল যোগ করা হয়েছে। সেগুলো দেখে নেবেন, তাহলে হয়তো আপনাদের একটু উপকার হবে। অনেক কোথা বলে ফেললাম তো চলুন দেখে নেয়া হাক আজ আমাদের বিষয়াবলী

১. Hacking

এর আগে অনেকেই Hacking নিয়ে টিউন করেছেন। আজ আমি দেখাব কিভাবে আপনারা মোবাইল দিয়েই Haking শিখতে পারেন। হ্যাকিং শেখাটা খুব একটা সহজ বিষয় নয়। কঠর পরিশ্রম এবং প্রচুর সময় দিতে হয় এগুলর পিছনে। তাই অনেকেই শখ থেকে শখশখা হয়ে যায়। ভেজালে পরে শেষ পর্যন্ত হ্যাকিং এর নেশা মন থেকে মুছে ফেলে। আজ আমরা আপনাদের ২টি টিউন দেব যে ২টি টিউনে ২টি Android Apps দেয়া আছে Apps ২টি ব্যবহার করলে PC ছাড়াই মোটা মুটি ধারনা নিতে পারবেন তারপরে আবার আমরা Kali Linux এ চলেযাব এবং ফাইনালি কাজ শুরু করব। আর এর জন্য সবার আগে আপনাদের নিচের দেয়া টিউটোরিয়াল ২টা দেখে নিতে হবে।

Android দিয়ে Hacking শেখার জন্য জনপ্রিয় ৫টি ফ্রি Android Hacking Apps [Review]

কিভাবে Android Phone দিয়ে সহজেই Hacking শিখব (২য় পর্ব)

এইবার চলুন অন্য প্রসঙ্গে আশা যাক। আমি যেহেতু বলেছি All In One টিউটোরিয়াল তাই অনেক গুলো টিউনের লিংক আমি দিয়ে দিতেছি যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে।

২. Tisp And Tricks

Notification বারে আসা সকল নোটিফিকেশন সেভ করুন ১টি apps এর সাহায্যে

৫টি জনপ্রিয় “Self Improvement Tips” যা আপনার জীবনকে উন্নত করবে

জেনে নিন কম্পিউটারের ভাইরাস কি? [বিস্তারিত টিউনে]

মজিলা ফায়ারফক্স কাস্টোমাইজ করার জন্য কিছু গুরুত্বপূর্ন টিপস [বিস্তারিত টিউনে]

আপনার ফেসবুক, ম্যাসেন্জার, কল ডায়েলার সকল জায়াগার Background এ আপনার ছবি সেট করুন মাত্র ১টি সেটিংস এর মাধ্যামে।

[Hot Post]নিয়ে নিন Kinemaster Pro Without Watermark [বিস্তারিত টিউনে]

ম্যাক এড্রেস স্পুফ করুন আপনার এনড্রইডে। [root]

আর হ্যাঁ বন্ধুরা এই টিউন গুলো এইখানে দিয়ে Spum করার কোন ইচ্ছা নাই আমার। আমার ইচ্ছা আপনারে জানুন এবং অন্যকে জানান। তাই এতটুকু করতে মনেহয় কোন সমস্যা হবেনা। আর আমি আপনাদের খারাপ কিছু দিলাম না। যেগুলা দিয়েছি সেগুলা অন্য কথাও নাই। তাই দিয়েছি, আর টিউন কপি হবে বিধায় ফুল টিউন শেয়ার না করে শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।

আর একটা কথা না বললেই নয়, আমার একটা ছোট সাইট আছে আশা করি নিয়মিত আপনারা ভিজিট করবেন তাহলে নুতুন টিউনগুলো সবার আগেই পাবেন।

আর যাদের বাংলায় আরটিকেল লেখার ইচ্ছা আছে তারা আমাদের সাইটে Apply করতে পারেন। যথেষ্ট পারিশ্রমিক পাবেন।

URL: Apply Now

ধন্যবাদ সবাইকে, ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।

Level 2

আমি মোঃ রেজাউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস