সারাজীবন আনলিমিটেড কথা বলুন ফ্রিতে যেকোনো নাম্বারে যেকোনো দেশে যেকোন নাম্বার এ একদম ফ্রি

টিউন বিভাগ অল্টারিং
প্রকাশিত
জোসস করেছেন

আস্সালামু আলাইকুম সবাইকে

আপনি সারা জীবন আনলিমিটেড কথা বলতে পারবেন যেকোনো নাম্বারে।

পৃথিবীর যেকোনো দেশে তাও আবার নিজের রিয়েল নাম্বার গোপন রেখে আসলে একটু চালাক না হইলে দুনিয়াতে টিকা খুব কঠিন, প্রযুক্তির এই যুগে কথা বলতে টাকা লাগে এখনো?

আমরা আছি কি জন্য যাই হোক আর আড্ডা না দিয়ে চলুন মূল টপিক এ আসি। যা যা লাগবে-

Primo অ্যাপ (প্লে স্টোর & অ্যাপ স্টোর সব জায়গাতেই পাবেন) Download Link

Primo অ্যাপ ডাউনলোড করার পর এখন আমরা একাউন্ট খুলবো, একাউন্ট খুলার ৩ টা অপশন থাকলেও আমরা খুলবো জিমেইল বা গুগল একাউন্ট দিয়ে। গুগল একাউন্ট দিয়ে একাউন্ট খুলার সাথে সাথে আপনি ৫০ মিনিট ফ্রি পাবেন, এই ৫ড মিনিট আপনি যেকোনো দেশে যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন। এখানে তো মাত্র ৫০ মিনিট, বাচ আমি তো বলেছি আনলিমিটেড তাহলে কি আমি মিথ্যা বল্লাম?

না, আমি মিথ্যা বলি নি আমরা আনলিমিটেড ই চালাবো বাট এই অ্যাপটাকে হ্যাক করে
হ্যাক করার জন্য কিছুই লাগবে না, জাস্ট আপনার একাউন্টের ফ্রি ৫০ মিনিট কথা বলা শেষ হলে, অ্যাপটার ডাটা ক্লিয়ার মারবেন, কাজ শেষ। আবার অ্যাপটাতে ডুকবেন, আবার জাস্ট অন্য একটা জিমেইল দিয়ে একাউন্ট খুলবেন, কাজ শেষ, আবারো ৫০ মিনিট ফ্রি এভাবে সারাজীবন নিতে পারবেন, এখন কাজটা কি খুব কঠিন মনে হচ্ছে?

না, কাজটা কিন্তু একদম সোজা, মোবাইলের জিমেইল অ্যাপ দিয়ে কিন্তু আনলিমিটেড জিমেইল খুলা যায় নাম্বার ছাড়াই, একটা জিমেইল খুলতে লাগে জাস্ট ৩০ সেকেন্ড, আর অ্যাপ ডাটা ক্লিয়ার মারতে লাগে জাস্ট ৫ সেকেন্ড, নতুন একটা একাউন্ট করতে লাগে ১৫ সেকেন্ড। মাত্র ৫০ সেকেন্ড ব্যায় করে আপনি ৫০ মিনিট করে করে আজীবন ফ্রি তে কথা বলতে পারছেন, ব্যাপারটা কি একটু বেশি ই ভালো, তাই না?

বেঁচে গেলো আপনার আজীবনের মোবাইলের কথা বলার টাকা, যাদের মিঙ্গেল মানুষ তাদের তো ইদ লেগেছে এইবার
এই অ্যাপ দিয়ে করা কলের ভয়েস ৯৫% ক্লিয়ার, বাফারিং খুব কম, কখনো কল ড্রপ হয় না। আর হ্যা, কল করার সময় নেট কানেকশন থাকা লাগবে, বাট খুবই খুবই কম কাটে, আমি ৫০ মিনিট কথা বলে দেখছি একটা নাম্বারে, জাস্ট ৩.৪ এম্বি কাটছে, এই অ্যাপ এর আরও সুবিধা গুলো হলো-

এই অ্যাপের মাধ্যমে কথা বলতে যেকোনো একজন অ্যাপটা ব্যবহার করলেই হবে, মানে আপনি যাকে এই অ্যাপের মাধ্যমে কল করবেন, তার কাছে ও এই অ্যাপটা ইন্সটল করে রাখার কোনো দরকরাই নেই।

কোনো প্রশ্ন থাকলে টিউমেন্টস করুন, ভালো লাগলে দোয়া করুন, শেয়ার করুন।

Level 2

আমি আল মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

এক মিনিট কথা বলার জন্য ব্যালেন্স থেকে 3 মিনিট করে কেটে নিচ্ছে অর্থাৎ 50 মিনিট থেকে 16 মিনিট কথা বললেই ব্যালেন্স শেষ। এর কারণ কি?

App Update এর কাজ চলছে মনে হয়।
আমিও কাল দেখেছি ব্যাপার টা।