ধরা পড়ল ডলার চোর Faisal Bin A Rob (faisalbinarob). মেগা FBI টিউন

আগে এখানে দেখেন  https://www.techtunes.io/hacking/tune-id/59244/

আমার ইমেল চুরি করে রেকভেরি ইমেল এ তার ইমেল

তার আইপি

GP   USER,,,,ধরার উপায় নাই, But  উনি যে GP ইউজ করে তার প্রমান  এখানে , তার টিউনে

https://www.techtunes.io/mobileo/tune-id/5786/

https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/4457/

https://www.techtunes.io/mobileo/tune-id/4533/

Blogger profile http://www.blogger.com/profile/15737286311923811665    Hide করা. গুগলে এ Search করে cached   দিলে পেয়ে যাবেন

ভাবতে পারতেছিনা তিনি এমন,  না খেয়ে আছেন নাকি যে আমার ৪০০ ডলার চুরি করলো.
প্লিজ , কিভাবে হ্যাক কেন হ্যাক এই গুলো জিগ্গেস  করবেননা,

Faisal bin rob এর Facebook about me এবং xtremefaisal এর ব্লগার প্রফাইল দেখেই বুঝা্ ্‌,
১। দুইজন এ কলেজে যাইনা,
২। ঢাকা কলেজে

তার profile  থেকে তাকে ধরা কোনো ব্যাপার না, RAB কে যদি জানায় ৬ মাসের জন্য জেলে দিবে  Sure...
কিন্তু সে যদি  টাকা আমাদের ফেরত  দিয়ে দেই তাহলে এই ব্যাপার বেশি না গড়ার ইচ্ছা আছে ,
রাফসান ভাই কে ধন্যবাদ,  টাকা না দিলে আইনত ব্যবস্থা নিতে হবে।

কিছু দিন আগে অন্য আইডি  দিয়ে একটা সফট শেয়ার করেছিল, ওঁই টাতে  TROGAN  ছিল, অইটা দিয়ে তিনি password পেয়ে গেছিলো।


অনেক সময় অনেকে সফট install এর সময় antivirus disable করতে বলে, কিন্তু এটা রিস্কি, আমাদের অবস্থা দেখলেন তো...।

তার টেকটিউনার লিংক https://www.techtunes.io/tuner/namefaisal

Level New

আমি ЯOBAYETH। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 805 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্যক্তিগত অপশন লেখার সময় ভিজ্যুয়াল এডিটর ব্যবহার করুন। :-| প্রোফাইলে আপনার জীবনবৃত্তান্ত সংক্রান্ত কিছু তথ্য দিন ; যা জনসমকাষে প্রদর্শিত হবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যাক ভাইয়া আপনার আর আমার পরিশ্রম সফল হলো!

চরের ১০ দিন সাধুর ১দিন।

Level 0

ঠিকই FBI.

হা হা : আমরা হচ্ছি রোরা এফবিআই গ্রুপ (রো-রোবায়েথ , রা-রাফসান) 😛

    আপনার তো সাইবার আর্মির চেয়েও কর্মতৎপর দেখছি! চোরের জন্য একটা গণধোলাইয়ের ব্যবস্থা করার অনুরোধ করছি!

400 $ ভয়ানক তো!

    Level New

    যার ডলার গেছে সেই বুঝে, আরও কত জন থেকে হাতাইসে আল্লাহ মালুম

দেখতে তো চোরের মতই লাগে!!
(সামু হইলে ভাষাটা অন্য ভাবে প্রয়োগ করতাম!)
ЯOBAYETH,
আপনি আইনগত ব্যবস্থা নিন। এসব চোর বাটপারের শিক্ষা হওয়া দরকার!

vai aivabe to coltedeoa jaina.

ভাল একটা কাজ করেছেন।চোর চুরি করে পালিয়ে যাবার উপায় নেই,ধরার উপকরণ সে রেখেই যায়।

৪০০ ডলার নিয়া গেল মগের মুল্লক পাইছে নাকি সালাকে দইরা র‍্যাব এ দেন । পাছায় ডান্ডা দেয়া দরকার।

আর কত জনের টাকা এইভাবে মারছে তা আর কে জানে।
এন্টি ভাইরাজ ডিজেবল করে দেখছি তো কোন সফটওয়্যার আর ইনস্টল করা যাবে না। যেইগুলাতে মেইল এড্রেস আর পাসওয়ার্ড চায় তা তো একদম না
আইনগত ব্যবস্থা নিন।

কে যে চোর কে যে সাধু বোঝার উপায় নাই, টেকনিউনসেও যদি এমনটি হয়।

Level 0

টিটি তে আ এমন মানসিকতার পাবলিক!!!!ভাবতেও খারাপ লাগে!!!!শালাকে শূলে চড়ান।

Level 0

আমার নিছে ৫০ ডলার।আমি টেক টিউন থেকে ফ্রি গ্রামিন ইন্টারনেট পিসি তে ব্যবহার করার যে টিউন দিছিল,ঐ টা থেকে লিংকের মাধ্যমে সফটওয়্যার নামাইছিলাম,তার পরের দিন ই টাকা গায়েব।তবে আমি কারো কাছে বিচার দেই না।অন্যন্য দেশে হ্যাকিং এর যে শাস্তি হয়,তারে আমি ধরতে পারলে ঐ টা দেশি ভাবে প্রয়োগ করব।

    Level New

    যার ডলার গেছে সেই বুঝে , আপনি ইমেইল দেন আমাকে, সাক্ষি দরকার হতে পারে, একবার যদি জন্সম্মুখে শাস্তি দেয়া যাই এই কাজ কেঊ করার সাহশ পাবেনা।

Level 0

তার সাথে আমার মেইল এ যোগাযোগ হয়েছে।সে [email protected] থেকে মেইল করছে।সেখানে ও তার নাম faisalbinarob লেখা।

    Level New

    আপ্নি আমার ইমেইলে সেটা্র Sreenshot দেন। জলদি ৫০০০% sure.

    Level New

    আপ্নি আমার ইমেইলে সেটা্র Sreenshot দেন। জলদি ৫০০০% sure.

Level 0

রুবায়েত ভাই মেইল পাঠাইছি,চেক করেন এবং বলেন যে নাম এক বাপের নাম এক আবার এক ই কলেজে পড়ে এই রকম দুই জন মানুষ আপনে কখন ও দেখছেন?

    Level New

    আসে নাই । আবার দেন

Level 0

এই বার গেছে কিনা দেখেন।[email protected] আমি এইটাতে পাঠাইছি

    Level New

    ashe nai…..apnar mail ta den amake……

Level 0

আমার মেইল[email protected]

Level 0

আরে ভাই এইসব ফাজলামো বাদ দেন। এইসব দিয়া কিছু ই প্রমান হয় না। আর রাব খুনের আসামি ই ধরতে পারে না। আর হ্যাকার তো পরের কথা।

Level 0

সালাম সবাইকে আমি techtunes নতুন। আমার ও speakasiaonline থাকে ২০০০ ডলার চুরি হইয়াছে। আর আমি আমার email এ, [email protected] এই ID টা পাই।
যদি ও এখন নাই তবু ও https://www.techtunes.io/internet/tune-id/56196 এই tunes যে করেছে সে এই চোর।
কারন এই tunes এ সে unipay2u এর টাকা উঠানোর সহজ উপায় দেখাতে গিয়ে ১ টা hack tool দিয়ে দেয়। আর যারা তাতে click করে তারা
ই hack হয়। এবং আমি ও hack হই।

    Level New

    ওই টাই ট্রোজান । ওই টিউনের backup copy আছে আমার কাছে।

Level New

good very good.

I like Robber…..ভাই ЯOBAYETH আপনি কেমন পাসওয়ার্ড ব্যবহার করেন যে সেটা চুরি হয়ে যায়???? আমি যে চুরি করেছে তাকে সমর্থন করছি না। পাসওয়ার্ড আরও সক্তীশালী করেন।

    Level New

    apanr kotha shune mone hocche apni chor ke support dicchen………. accha ami strong pass dibona…tarporeo ki apni amar account hack korte parben???? NA parbenna…..

    Strong pass di r jai di chor churi korbe….ebong chor chor e thakbe

আপনে একটা কথা ঠিক বলেন নাই….
অনেক হ্যাকিং সফট আছে যেগুলো নিয়ে কাজ করার সময় সত্যিই এন্টি ভাইরাস ডিজেবল করার প্রয়োজন হয় কারণ ভাইরাস না হলেও এন্টি ভাইরাস 'ভাইরাস' হিসেবে ডিটেক্ট করে। তবে যদি আপনি সতর্কই হন তাহলে নিজ মেইল ব্যবহার করা আপনের ঠিক হয়নি। একটা ফেক মেইল ব্যবহার করতে পারতেন।

Level 0

amar mone ai bepar gula akta gujob karon aikhen tar proman dekhen jodi she email hack kore thik ase
kinto ap theke tk transferkorte to pin lage sheta pabe kotha theke jodi security question answer na jane
http://i55.tinypic.com/2extpol.jpg
http://i53.tinypic.com/121yd6r.jpg

tahole she kivbe tk transfer korbe
email dia to ai pin pawa shomvob na

    Level New

    trojan shomporke apnar dharonai nai……screen shot deyai ache ….

    Level 0

    apni amar montobbota pura poren then bujhben

    @avatorian,
    আপনার যুক্তি দেখানোয় বুঝলাম আপনার মাথায় বুদ্ধির জাহাজ আছে। কিন্তু আপনার মাথায় যেটা নাই আমি সেটা বলি মন দিয়ে শুনেন। আপনার পিসিতে কী-লগার সেটাপ হয়ে গেলে আপনার কাছে কেউ পিন জানতে যাবে না। যখন আপনার এলার্টপে তে লগিন করবেন তখনই কী-লগার সবকিছু রেকর্ড করে হ্যাকারের কাছে পাঠিয়ে দিবে।

    আশাকরি বুঝতে সমস্যা হয়নি। না বুঝে থাকলে বলবেন।

    Level New

    avatorian apnar buddhi beshi…..kintu apni oggo….oi je keylogger, trojan shomporke jene niben wikipedia theke…r trojan er shahajje apnar joto password browser e save kora ache ta pawa kono bepar na……PIN to ekta chotto jinish……

    Gujob bollen keno bujhlam na…screen shot e deyai ache dollar xtremefaisal er accont e geche…..naki alertpay mr. faisal er shate beymani kortese…lollll

    Level 0

    apnara alertpay te phone koren onar account limited hoia jabe instantly

    Level 0

    ar apnara onek chalak and buddi beshi dekhei hacker der hate poren ami kom chalak and buddi kom aijonno ami porina and probona . vibinno jinish hack korar ashay oder software gulate click koren abar install koren aijonnoi ai dhosa . love pap ar bakita janen

    http://moneymakerlead.com

Level 0

আমার ও hasantuhin ভাই এর মত একি ভাবে unipay2u এর ৩টা আই ডি থেকে ৬০০ ডলার চুরি হইয়াছে।
এবং speakasiaonline থাকে ২০০০ ডলার চুরি হইয়াছে।

এই চোরের বিচার চায় বিচার চায় বিচার চায় বিচার চায় বিচার চায় বিচার চায় বিচার চায় বিচার চায় বিচার চায় বিচার চায়

    Level New

    apni amake email den and phn number shoho…sakkhi proman lagbe,,,,,ami legal action nithe jacchi..আ্পনারা আসার ফলে আরও ভাল হল, মি আব্দুর রব এর কাছে চিঠি যাবে।

    Level 0

    aishob chapa myrenna

    Level 0

    saiful islam

    mail id : [email protected]
    mobile:01818596098

Level 0

Accha Rubayet vai, amader jader jader $ churi korse amra jodi shobai [email protected] ar biruddhe alert pay ar kase riport kori tobeito amader $ o firot pete pari abong ap o tar id band kore dibe. Obossho she onno id abar khulte parbe monehoi. Tobu o amarato amader $ to firot pete pari riport kore ?

যাদের ডলার চুরি হয়েছে তারা এলার্টপে তে যোগাযোগ করে বিস্তারিত জানান। ইনশাআল্লাহ টাকা ফেরত পেয়ে যাবেন।

বেশ কিছুদিন আগে ব্লগার সোমেল ফিশিং এর শিকার হয়ে টেকটিউনসে পোস্ট দেয়। তারপর তাকে যোগাযোগ করতে পরামর্শ দেই বিস্তারিত ঘটনার বিবরণ দিয়ে। পরে এলার্টপে উনার একাউন্ট হোল্ড করে দেয় এবং ইনভেস্টিগেট করে বিষয়টা এবং টাকা একাউন্টে ফেরত দেয়। তারপর একাউন্ট হোল্ড উঠানোর জন্য কিছু ডকুমেন্ট চায় একাউন্টের মালিকানা নিশ্চিত হওয়ার জন্য। ডকুমেন্টস দেয়ার পর একাউন্ড আনহোল্ড করে দেয়।

যোগাযোগ করে দেখুন আশাকরি কাজে দিবে।

Comments are closed.