আসসালামুআলাইকুম, টিকটিউনসের সকল টিউনার ও ভিজিটরবৃন্দের প্রতি সালাম ও শুভেচ্ছা। আজকের টিউন কি, তার সম্পর্কে আশা করি শিরোনাম দেখে বুঝে গেছেন। তবুও বলি আজ যে টিউন আপনাদের জন্য এনেছি তা হল উইন্ডোজ এক্সপির বুট লগো পরিবর্তন করা। কাজে চলে আসুনঃ
অপারেটি সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজের বিভিন্ন সংরক্ষণের মধ্যে জনপ্রিয় হল উইন্ডোজ এক্সপি। উইন্ডোজ এক্সপি সেটআপ দেয়ার পর ডিফল্ট বুট স্ক্রিণ হিসেবে আসে মাইক্রোসফটের লগো। আর কত? কত দেখব এই লগো? এখন আপনি চাচ্ছেন আপনার পচন্দের ছবি দেখতে আপনার কম্পিউটারের বুট স্ক্রীণে। সমস্যা ঐ একটি জায়গায়। কীভাবে পরিবর্তন করা যাবে লগোটি, তাই না? কোন সমস্যাই না। কবে একটু কষ্ট করতে হবে, বৈকী। বুট স্ক্রীণ পরিবর্তন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
[boot loader]
timeout=30
default=multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS
[operating systems]
multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS="Microsoft Windows XP Professional" /noexecute=optin /fastdetect
/bootlogo /noguiboot
[boot loader]
timeout=30
default=multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS
[operating systems]
multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS="Microsoft Windows XP Professional" /noexecute=optin /fastdetect /bootlogo /noguiboot
সবাই ভাল থাকবেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ...
[ বিঃদ্রঃ এ পদ্ধতিতে কম্পিউটারের অপারেটিং সিস্টেমের কোনরূপ ক্ষতি সাধিত হলে টিউনার দায়ী নন।]
আমি দি ডিজিটাল জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“যে পারে সে নিজে নিজে করে, আর যে পারে না সে শিখায়” “অভিজ্ঞতা তাই শিখায়, যা আমাদের শিখা উচিত”
hmmm thanks.