আজকে আমি ইউটুবার দের সহজে সাবস্ক্রাইবার বাড়ানোর পথ দেখাব।
এর মাধ্যমে টানা ১সপ্তাহ কাজ করলেই ১০ হাজার সাবস্ক্রাইবার বা তার বেশি সাব কামাতে পারবেন। এটা অনেকাংশ সাবস্ক্রাইব এক্সচেঞ্জ এর মত। কিন্তু সাধারন সাব এক্সচেঞ্জ থেকে ও অনেক সুবিধা রয়েছ। বেশি কিছু করতে হবে না জাস্ট নিচের লিংক থেকে একাওন্ট ক্রিয়েট করতে হবে আর কাজে লেগে পরতে হবে। নিচের লিংক এর সুবিধা হল শুরুতে আগের থেকে বেশি পয়েন্ট ফ্রি পাবেন যা নরমালি পাবেন না।
Account কিভাবে খুলবেন : উক্ত লিংক এ ক্লিক করার পর ডেস্কটপ মোড (মোবাইল ইউজার হলে) সাপোর্ট করে এমন ব্রাওজার(যেমন : Chrome, yandex)এ উক্ত লিংক ওপেন করবেন। Try now for free দিবেন। Only account ক্রিয়েট এর সময় ডেস্কটপ mod need. এরপর ডেস্কটপ mod ওপেন করে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এবং capta পুরন করে account ক্রিয়েট করবেন। এবং এর পর আর ডেস্কটপ mod এর need নাই নরমাল mod এ কাজ করতে পারবেন।
Note:আর একটা জিনিস মাথায় রাখবেন যে টিউন এ দেওয়া লিংক ই ওপেন করেছেন তাহলে পয়েন্ট পাবেন তারপর add site এ আপনার youtube channel url দিবেন।
Note: subscription hide করা থাকলে unhide করে দিবেন। না হলে url বসাতে পারবেন না।
আমি জাহাঙ্গীর সাজিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।