জিমেইল একাউন্ট হ্যাক হলে কি করবেন?


ইমেইল একাউন্ট কিভাবে হ্যাক হতে পারে তা আপনারা ভাল করেই জানেন। আজকে আমি আপনাদের যে বিষয়ে বলব তা হচ্ছে জিমেইল একাউন্ট হ্যাক হলে আপনারা কি করবেন!

রিকভার করার পদ্ধতি

রিকভার করার কয়েকটি পদ্ধতি আছে। যেমন- রিকভার ইমেইল দ্বারা, ফোন নাম্বার , সিকিউরিটি প্রশ্নের উত্তর দিয়ে এবং গুগলের সাথে যোগাযোগ করে।

হ্যাকার যদি বুদ্ধিমান হয়ে থাকে তাহলে রিকভার ইমেইল, ফোন নাম্বার , সিকিউরিটি প্রশ্নের উত্তর সাথে সাথেই পরিবর্তন করে ফেলবে। তাই এগুলো দিয়ে রিকভার করার আশা না করাই ভাল। তাই গুগলের সাথে যোগাযোগ করেই আপনার মেইল উদ্ধার করতে হবে। কিন্তু আপনার রিকভার করা মেইল কি ব্যবহার করা নিরাপদ হবে? অবশ্যই না। এখন বলবেন কেন? আপনি বলবেন রিকভার ইমেইল, ফোন নাম্বার , সিকিউরিটি প্রশ্ন তো আমিও পরিবর্তন করে ফেলব তাহলেই তো হল। কিন্তু তাতেও আপনি নিরাপদ না। যত তাড়াতাড়ি সম্ভব এই এই ইমেইলের মাধ্যমে অন্য যেসব সাইটে একাউন্ট করা আছে সেই একাউন্ট গুলো থেকে এই মেইল সরিয়ে ফেলা উচিত।  কেন আপনি নিরাপদ না তা নিচে দেয়া হলঃ

গুগলের সাথে যোগাযোগ করে মেইল রিকভার করতে যেসব প্রশ্নের উত্তর দিতে হয় তা সাধারনত মেইলের মালিক ছাড়া কেউ জানে না। আর বিষয় গুলো এমন যা পরিবর্তন করাও সম্ভব নয়। আর এই কারনেই রিকভার করা মেইল ব্যবহার করা নিরাপদ নয়।  কারন  রিকভার করার প্রশ্নের উত্তর গুলো হ্যাকার জেনে গেলে সেও রিকভার করতে পারবে। আর হ্যাক হওয়া মেইল থেকে এই তথ্য বের করা সহজ বেপার।

রিকভার করার তথ্য

মেইল রিকভার করতে যেসব তথ্য দিতে হয় তার মধ্যে নিম্নক্ত বিষয় গুলো গুরুত্বপুর্ন।

Gmail username

Most recent recovery email address

Email addresses of up to five frequently emailed contacts

Names of up to four labels

Account creation date

Last successful login date

Last password you remember

এসব তথ্য দিয়ে ভবিষ্যতে সহজেই হ্যাকার আপনার মেইল রিকভার করতে পারবে। আপনি আবার রিকভার করবেন, সেও তাই করবে। এভাবে যতবার ইচ্ছা ততবার পারবে। আমি নিজে এতে সফল হয়েছি। তাই সাবধান!

তাই এখনও যাদের মেইল হ্যাক হয়নাই তারা একাউন্ট তৈরীর তারিখ সম্বলিত মেইল গুলো মুছে ফেলুন এবং এই তারিখ নিজের কম্পিটারে সেভ করে রাখুন। আর মেইলের মধ্যে বিভিন্ন ইউসার নেম পাসওয়ার্ড সেভ না থাকাই ভালো। কারন এগুলো লিখে মেইলে সার্চ করলেই এগুলো বের করে ফেলতে পারবে।

তাই মেইল যেন হ্যাক হতে না পারে সেদিকে সতর্ক থাকবেন, আর হ্যাক হয়ে গেলে আবার রিকভার করে তারাতাড়ি এই মেইলের মাধ্যমে যেসব একাউন্ট তৈরী করেছেন সেগুলো থেকে এই মেইল থেকে সরিয়ে ফেলুন।

কষ্ট করে পরার জন্য ধন্যবাদ। ভাল লাগলে কমেন্ট করবেন

Level 0

আমি সাইবার ডন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ…হ্যাক হলে কাজে লাগবে 😀

মুখুস্ত করে নিমা। কাজে দিতে পারে।

Level 0

ai matro 28 ta fb id ack korlam facebook bitkit v.2.4 die