আসসালামু আলাইকুম,
কথা বলা বা লেখালিখি করার অধিকার আমাদের সবার আছে। কারণ আমরা সবাই স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমরা সবাই জানি বাংলাদেশ প্রযুক্তিতে পার্শ্ববর্তী দেশগুলোর থেকে অনেক এগিয়ে আছে। কিন্তু কতটুকু এগিয়ে আছে এটাও বোধহয় আমরা সকলেই জানি। তবে দেশ এগিয়ে থাকলেও আমাদের সরকারী প্রতিষ্ঠান এবং বিশেষ করে কিছু শিক্ষা প্রতিষ্ঠান এখনো অনেক পিছিয়ে আছে। আর তাছাড়া শুধু প্রযুক্তিতে এগিয়ে থাকলে তো হবে না। প্রযুক্তির নিরাপত্তা এবং রক্ষনাবেক্ষনেও তো এগিয়ে থাকা দরকার। হয়তো ভাবছেন নিরাপত্তা ও রক্ষনাবেক্ষনের কথা কেনো বলছি। আমাদের বাংলাদেশের অধিকাংশ ওয়েবসাইটগুলোর নিরাপত্তার অবস্থা খুবই নাজেহাল। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের পরিক্ষার ফলাফল প্রকাশের ওয়েবসাইটে h1 ট্যাগ দিয়ে নোটিশ ঝুলে থাকতে দেখা যায়। This site is hacked by অমুক team from Pakistan/Indonesia/Myanmar. এরকম টাইপের নোটিশ দেখলে ছাত্রছাত্রীদের অবস্থা কেমন হয় সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। কয়েকদিন আগে একটা কাজে The State Medical Faculty of Bangladesh এর ওয়েবসাইটে যেয়ে আমি যেনো হা হয়ে গেলাম। মনে হলো আকাশ থেকে পড়ছি। পাকিস্থানের একজন হ্যাক করে ওয়েবসাইটে নোটিশ ঝুলিয়ে রেখেছে; F*k Bangladesh. The State Medical Faculty of Bangladesh এর ওয়েবসাইটের অবস্থা যদি এইরকম নিরাপত্তাহীন হয় তাহলে লজ্জার কোনো শেষ থাকে না। ভাবতেই লজ্জা হয় আমরা প্রযুক্তি নিয়ে কিভাবে এতো বড়াই করি। এরপর অনেকদিন হয়ে গেলো গতকাল আবার ওই ওয়েবসাইটে যেয়ে দেখি বাংলাদেশি একজন হ্যাকার হ্যাক করে একটা নোটিশ ঝুলিয়ে দিয়েছে। তবে বাংলাদেশি হ্যাকার এর নোটিশটা দেখে খুব ভালো লেগেছে। নোটিশটা স্ক্রিনশট দিলাম নিচে…
The State Medical Faculty of Bangladesh এর ওয়েবসাইট এর লিঙ্কঃ http://smf.edu.bd/
কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ.
আমি মাস্টার অব টেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যাকিং শিকতে চাই । হেল্প প্লিজ
I want to Learn Hacking
My email: [email protected]