প্রথম পর্বে আমরা শিখেছিলাম কিভাবে অন্যের ip address হ্যাক করতে হয় আজ আমরা শিখবো কিভাবে ip address হতে লোকেশন খুঁজে বের করতে হয়?
দেখুন আপনার হাতে যেই এনড্রোয়োড মোবাইল ফোন আছে কিংবা আপনি যেই পিসির সামনে বসে আমার টিউন পড়ছেন সেটাতে ইন্টারনেট কানেকশন চালু করলেই আপনি আপনার ip address পেয়ে যাবেন, তাহলে আপনাকে খুঁজে বের করতে কিংবা আপনার লোকেশন জানতে আপনার ip address এর লোকেশন পেলেই তো আপনাকে ট্রাক করা সম্ভব তাইনা?
Google ঘাটলে এমন বহু ওয়েবসাইট(টুলস) পাবেন যেখান হতে আপনি একটি ip address হতে সেটার Location খুঁজে পেতে পারেন যেমন http://iplocation.com/ হতে আপনি এমনি যেকোন ip এর Location বের করতে পারবেন।
এমনি আরো কিছু কিছু ওয়েবসাইট হলো:
★ https://www.iplocation.net/
★ http://www.ipfingerprints.com/
★ http://touch.whatsmyip.org/iplocation/
★ https://whatismyipaddress.com/ip-lookup
★ https://www.ip2location.com/
★ https://www.ip-tracker.org/locator/ip-lookup.php
★ http://www.infosniper.net/
এখন আপনি আপনার ভিক্টিম ip address এর একজাক্ট লোকেশন Latitude এবং Longitude ক্যালকুলেশন করে আইডেন্টিফাই করতে পারেন এছাড়াও ম্যাপ/স্যাটেলাইটে সেই অবস্থান ডিটেক্ট করতে পারেন।
এখানে উল্লেখ্য থাকে যে বাংলাদেশে বেশীরভাগ ip address হয় ভ্যারিয়েবল সেক্ষেত্রে আপনার সার্ভিস প্রোভাইডের দেওয়া ip এর লোকেশন পাবেন তথাপি Real ip address এর সঠিক লোকেশন পাওয়া অপেক্ষাকৃত সহজতর হয়।
আজ তাহলে এতোটুকুই পরের টিউনে আরো হ্যাকিং টিউটোরিয়ালে আপনাকে সত্যিকারের একজন হ্যাকার তৈরী করার প্রচেষ্টা থাকবে ততোক্ষন পর্যন্ত আপনার জন্য অনেক অনেক শুভকামনা আর শুভকামনা রইলো।
ফেসবুকে আমার বন্ধু হউন→অর্নব আহসান
আমার কমিউনিটিতে নিমন্ত্রন রইলো→অর্নব আহসান
আমি আসিফ ইব্রাহীম। Tech Expert, Bangladesh Cyber Security, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।
Technology Expert