[অর্ণবের ইস্কুল-০১] হ্যাকার হওয়ার হাতেখড়ি: IP এড্রেস হ্যাকিং শিখুন

টিউন বিভাগ অল্টারিং
প্রকাশিত
জোসস করেছেন

হ্যাকিং শেখা কোন ক্রাইম নয় বরং এক প্রকার নেশা আর এই নেশার তীব্রতা এতোটাই যে আপনি তাতে ১ মিনিটে কোটিপতি হতে পারেন আবার ফাসির দড়িতেও ঝুলতে পারেন; উদাহরনস্বরূপ ফেসবুক ফেমাস মার্ক জুকারবার্গ নিজেও একজন হ্যাকার ছিলেন আবার হ্যাকিং দানবীর খ্যাত হামজা বেনদালভেজ ব্যাংকিং ক্রেডিট হ্যাক করে অসহায় নিরীহ দুস্থ শিশুদের মাঝে সমস্ত টাকা বিলিয়ে দিয়ে ফাসিতে ঝুলেছিলেন(যদিও তার মৃত্যু এক রহস্য)!
আমি নিজে যতোটুকু জানি সেটা আপনাদের মাঝে উজার করে বিলিয়ে দিবো তবে শেখার কাজটা ধৈর্য্য নিয়ে আপনাকেই করতে হবে কেননা মনে রাখুন "হ্যাকিং শিখতে মেধা আর সময়ের সাথে ধৈর্য্য রাখলেই সফলতা আসে"।

আজ আমরা হ্যাকিং বিদ্যার হাতে খড়িতে ip address নিয়ে আলোচনা করবো। এই IP address এর পূর্নরূপ হলো Internet Protocol address মূলত ইন্টারনেট জগতে এটাই আপনার একক(ইউনিক) পরিচিত। ঠিক যেমন পুরো দুনিয়ার মাঝে আপনার "নাম" আপনার পরিচয় বহন করে তেমনি ip address হলো আপনার সেই নাম যেটা দিয়েই ইন্টারনেট জগতে আপনাকে চেনা সম্ভব। ip address হলো কতকগুলো নাম্বারের একটি সমন্বয় যেমন 116.58.205.223।
হ্যাকিং শিক্ষার শুরুতেই ip address জেনেই যে আপনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইট হ্যাক করতে পারবেন এমটা নয় কিন্তু যেকোন হ্যাকিং করার আগেই আপনাকে ভিক্টিম(যে সিস্টেম হ্যাক করতে চাচ্ছেন সেটাই হলো ভিক্টিম) এর সম্পর্কে ধারনা লাভ করা এবং ভার্নাবিলিটি (সিস্টেমের দূর্বলতম দিক) খুঁজে তাতে এট্যাক করার জন্য এই ip address জানা এবং এনালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ।
আজ আমরা অন্যের ip address হ্যাক করা শিখবো তার শুরুতে সবার আগে আপনি এই https://ps3cfw.com/ লিংকে যান এবং সাইটের মেনুবার আইকন ক্লিক করে IP Logger সিলেক্ট করুন। নতুন পেইজে আপনি Generate New IP Logging URL এবং Retrieves Logs নামে দুটো অপশন পাবেন। আপনি প্রথম অপশন Generate New IP Logging URL ক্লিক করলে একটি লিংক পাবেন যেটা ভিক্টিম'কে কৌশলে ক্লিক করতে উদ্ধুদ্ধ করতে পাঠাবেন; অবশ্য ঐ লিংকের নিচে আপনি আরও একটি গুগল শর্ট লিংক পাবেন চাইলে সেটিও ভিক্টিমকে পাঠাতে পারেন যাতে ভিক্টিম লিংক দেখে সন্দেহ না করে এবং তাতে প্রলুব্ধ হয়। ঐ একই পেজে সবার নিচে পাবেন আপনার "ট্রাকিং কি" (teacking Key) বা Access Key এখন ভিক্টিম যদি আপনার পাঠানো লিংকে আদতে ক্লিক করে থাকেন তবে আপনি ঐ Retrieves Logs অপশনে আপনি আপনার ঐ Tracking Key টাইপ করে নিচের Retrieves Logs ক্লিক করলেই আপনার ভিক্টিমের Ip Address পেয়ে যাবেন।

এবার হয়তো ভাবছেন এমন টুকরো হ্যাকিং শিখে কিএমন এলিট হ্যাকার হতে পারবেন?
শুনুন আপনি আজ যদি "অ" বলতে পারেন তবেই কাল "আ" পড়ার মতোন যোগ্যতা অর্জন করতে পারবেন কেননা এক লাফে সিড়ি বেয়ে ওঠার চেয়ে পরিশ্রম করে প্রতিটি সিড়ি পায়ে পাড়া দিয়ে এগোনোই স্বার্থকতা আর প্রতিটি সিড়িতে লেগে থাকা আপনার পরিশ্রম আপনার সফলতার স্বাক্ষর!

ফেসবুকে বন্ধু হতে পারেন→অর্নব আহসান
আমার কমিউনিটিতে নিমন্ত্রণ রইলো→অর্নব আহসান

ভালো থাকুন, আল্লাহ হাফেজ

Level 5

আমি আসিফ ইব্রাহীম। Tech Expert, Bangladesh Cyber Security, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।

Technology Expert


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস