কেমন আছেন আপনারা? ভালো তো? আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।
ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেক সময় আমাদের হ্যাকিংয়ের শিকার হতে হয়।
ফলে ই-মেইলের অথবা ফেসবুকের পাসওয়ার্ড চুরি হয়ে যায়।
তবে কিছু সাবধানতা অবলম্বন করে অনেকটা নিরাপদ থাকা সম্ভব।
যে কোন ফাইল স্ক্যান করে খুলুন এবং সন্দেহজনক কোনো ফাইল না খুলা ভাল।
ব্যক্তিগত কাজে যে ই-মেইলটি ব্যবহার করেন সেটি অপরিচিতদের কাছে প্রকাশ না করা ভাল।
মেইলের পাসওয়ার্ডের মাঝে সবসময় সাংকেতিক চিহ্ন ব্যবহার করুন
যেমনঃ $ ^ % * &! ~ `? “ \ + ; ‘ {} ইত্যাদি।
হ্যাকাররা সাধারণত গোপন সফটওয়্যারের সাহায্যে যেমন কীলগার এর মধ্যমে অন্যের ব্যক্তিগত তথ্য/পাসওয়ার্ড চুরি করে। অর্থাৎ আপনি যখন ইন্টারনেটে বিভিন্ন সাইটের পাসওয়ার্ড/ইউজারনেম লিখে থাকেন, তখন তার সবই কিবোর্ডে রেকর্ড হয়ে থাকে।
তবে আপনি ইচ্ছে করলে মোজিলা ফায়ারফক্সে KeyScrambler Personal নামের একটি অ্যাডঅনের সাহায্যে কিবোর্ডের গোপন রেকর্ড বন্ধ করতে পারেন।
অথবা যদি আপনি কী লগার জাতীয় কিছু SPY এর শিকার হন তবে,
প্রথমেই Ctrl+Alt+Del চাপুন এবং User Name তালিকা থেকে System ও Local Service ছাড়া সব কিছু একটি একটি করে End Process করুন।
কীলগারটি যদি ডাউনলোড করে থাকেন তবে তা একনই ডিলিট করুন।
Start/Programs/Startup থেকে অপরিচিত বা সন্দেহমূলক প্রোগ্রাম ডিলিট করুন।
এখন My Computer/Tools/Folder Options/View এ ক্লিক করুন।
এর পর My Computer থেকে সবগুলো পাটিশনের System Volume Information নামক হিডেন ফোল্ডারটি ওপেন করুন এবং ভিতরের যত ফাইল এবং যত ফোল্ডার আছে সকল সব ডিলিট করুন।
এ সময় অবশ্যই আপনার কম্পিউটার এর এন্টিভাইরাস চালু রাখবেন।
আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড এর প্রতি বেশি লক্ষ থাকতে পারে হ্যাকাররা তাই ফেসবুকের ই-মেইল গোপন রাখুন না হয় আরও ভাল হয় আপনার মোবাইল নাম্বার দিয়ে যদি রেজিস্ট্রেশন ফেসবুক অ্যাকাউন্ট তাহলে মোবাইল নাম্বার দিয়ে লগইন করতে পারবেন তাহলে আর বেশি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবেন।
ধন্যবাদ সবাইকে সময় নিয়ে টিউন টা পড়ার জন্য। কোন ভুল ভ্রান্তি হলে নিজ গুনে ক্ষমা করবেন। ভালো থাকবেন।
আর হ্যাঁ লেখা টা ভালো লাগলে কিন্তু মন্তব্যের ঘরে জানাবেন।
আমি ইমরান হোসেন। Owner, Mollik IT, Barisal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।