কিভাবে পাসওয়ার্ড হ্যাক হয় জেনে নিন

টিউন বিভাগ অল্টারিং
প্রকাশিত
জোসস করেছেন

সাধারণত ব্রুটফোর্স অ্যাটাকের মাধ্যমে পাসওয়ার্ড হ্যাক করা হয়ে থাকে। অনেকে এই সাইবার হামলাকে ডিকশোনারি অ্যাটাকও বলে থাকেন। ধরুন আপনার পাসওয়ার্ড হল 123456। এটি হ্যাকার কিভাবে হ্যাকের চেষ্টা করে চলুন দেখে নেয়া যাক। হ্যাকারদের কাছে সাধারণত একটা ডিকশোনারি বইয়ের মত অনেক পাসওয়ার্ডের কম্বিনেশন যুক্ত প্রোগ্রাম বা স্ক্রিপ্ট থাকে। সেই প্রোগ্রাম বা স্ক্রিপটিকেই মূলত তারা দায়িত্ব দিয়ে দেয় আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক করার জন্য।

আরো পড়ুন: কিভাবে সহজ স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন

ঐ স্ক্রিপটি প্রথমে 1, পরে 2, এরপর 3 এভাবে একটার পর একটা পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে অটো লগিন করার চেষ্টা করতে থাকবে। এভাবে এক সময় 123456 কম্বিনেশন তারা পেয়ে যাবে আর আপনার অ্যাকাউন্টও কোমায় চলে যাবে। আর এই কাজটি করতে হ্যাকারদের কম্পিউটার সিস্টেমের মাত্র এক সেকেন্ড সময় লাগবে। কারণ 0 থেকে 9 পর্যন্ত ১০ টা কম্বিনেশন চেক করতে কম্পিউটারের খুব বেশি সময় লাগার কথাও না।

আরো পড়ুন: জেনে নিন কিভাবে খুবই কঠিন পাসওয়ার্ড খুব সহজেই মনে রাখা যায়, তাও আবার ভিন্ন ভিন্ন ওয়েবসাইটের জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড!

এবার ধরুন আপনার পাসওয়ার্ড 123axy। ক্যাসপারিস্কি সিকিউরিটি ল্যাবের মতে হ্যাকারদের এটি হ্যাক করতে সর্বোচ্চ ৩ ঘণ্টা সময় লাগবে। কেননা এখন 0 থেকে 9 পর্যন্ত ১০ টা কম্বিনেশন ছাড়াও এর ভেতরে a থেকে z পর্যন্ত ২৬ টা কম্বিনেশনও চেক করতে হবে যা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো বুঝতেই পারছেন শুধু নাম্বারের জায়গায় যদি নাম্বার ও ক্যারেক্টার ব্যবহার করা যায় তাহলে পাসওয়ার্ড কিছুটা শক্তিশালী হয়ে যাচ্ছে।

আরো পড়ুন: কতটা শক্তিশালী আপনার পাসওয়ার্ড? যে কারণে স্ট্রং পাসওয়ার্ড প্রয়োজন

এবার আমরা নাম্বার, ছোট হাতের অক্ষর ও বড় হাতের অক্ষর একত্রে মিশিয়ে ৮ ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড বানিয়ে দেখব সেটা কতটা শক্তিশালী। যেমন এই Miya982 পাসওয়ার্ডটি হ্যাক করতে হ্যাকারদের প্রায় ১২ দিন সময় লাগবে। আচ্ছা এখন যদি নাম্বার, ছোট হাতের অক্ষর ও বড় হাতের অক্ষরসহ স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যায় তাহলে কেমন শক্তিশালী হবে চলুন যাচায় করে দেখা যাক। কারণ স্পেশাল ক্যারেক্টার A, B, C, D’র মত ২৬ ধরনের না বরং ২৪০ ধরনের হয়ে থাকে। তাহলে নিশ্চয় বুঝতে পারছেন পাসওয়ার্ডে স্পেশাল ক্যারেক্টার যোগ করলে তা খুবই শক্তিশালী হয়ে যায়। যেমন এই Miya@893$ পাসওয়ার্ডটি হ্যাক করতে হ্যাকারদের প্রায় ৩৩ বছর সময় লাগবে বা হ্যাক করা অসম্ভব।

সৌর্সঃ bangla Course

Level 1

আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস