Termux Hacking Toolkit বাংলায় হ্যাকিং টিউটরিয়াল ‌ এখন হ্যাকিং শিখি Termux Command দিয়ে পর্ব-২

টিউন বিভাগ অল্টারিং
প্রকাশিত
জোসস করেছেন

আবারও চলে আসলাম Termux Hacking Tools এর দ্বিতীয় পর্ব নিয়ে।
প্রথম পর্ব দেখতে নিচের লিংকে যাই।

First Part (প্রথম পর্ব)

চলুন তাহলে প্রথম পর্বের শেষে দ্বিতীয় পর্বটা দেখে নিই। আজ দেখব কিভাবে TermuX Hacking Tools setup করব। কিভাবে Package Install করব, এবং এর হ্যাকিং Command কিভাবে করতে হয়।

যা যা শিখাব আজ….!

  • Termux Setup
  • How to use
  • Hacking Package Install
  • Termux Command

প্রথমে নিচের দেয়া লিংক থেকে TermuX Install করে নেই।

Install Now (Play store)

  • Step- 01

Install করা হয়ে গেলে Termux এ প্রবেশ করি। এবং লক্ষ্য রাখতে হবে ফোনে যেন Net Connected থাকে। নিচের Screenshot এর মতো কিছুক্ষন অপেক্ষা করি।

  • Step- 02

এখন সর্বপ্রথম নিচের কমান্ড টাইপ করি, এবং এন্টার চাপি।
$১ম Command
apt update

$২য় Command
apt list –upgradable

  • Step- 03

এখন ডিসপ্লেতে Long press করি। তাহলে কিছু অপশন পাব।

  • Step- 04

কি কি package Install আছে তা দেখার জন্য নিচের কমান্ড ব্যবহার করি।
$ কমান্ড
apt list

  • Step- 05

নতুন কোন Package Install করার জন্য এই কমান্ড লিখি. এবং এন্টার চাপি। যেমন_Python” Install করব.
$কমান্ড
apt install python

  • Step- 06

Package remove করার জন্য টাইপ করতে হবে apt remove package name.
$কমান্ড
apt remove python
remove screenshot দিলাম না। কারন, আমাদের Remove করার প্রয়োজন নেই।

  • Step- 07

এখন টাইপ করি এবং এন্টার চাপি।
$কমান্ড
clear
হুমমমম. কাজ অনেকটাই শেষ করে ফেলেছেন।

নিচের Command গুলো একটু ভালভাবে দেখে নিই। কারন, এই Command সমুহ সবসময় কাজে লাগবে।

  • TermuX Main Command
  1. apt search (for query)
  2. apt install (New package)
  3. apt upgrade (upgrade)
  4. apt show (Show package)
  5. apt list (for list)
  6. apt list –installed (installed list)
  7. apt remove (remove package)

আজ এ পর্যন্তই, আগামী পর্বে আমরা সব গুলো Hacking Package Install করা শিখব এবং Hacking কিভাবে করতে হবে তাও শিখতে চেষ্টা করব। এ পর্যন্ত এই পর্বটা মনোযোগ সহকারে শিখে ফেলুন। কারন, পরবর্তীতে যা Hack করা শিখব, এই কমান্ড সমুহ কাজে লাগবে। তো সবাই ভাল থাকবেন এবং আসছি আাগামী পর্বে।

ATLAST আমার YouTube Channel টা Visit করে একটা Subscribe করার জন্য অনুরোধ রইল
ধন্যবাদ
My YouTube Channel
কোন রকম সমস্যা হলে:

আমার ফেসবুক লিঙ্ক

ভালো থাকুন, সুস্থ থাকুন, টেকটিউনস এর সাথেই থাকুন।
ধন্যবাদ সবাইকে।

Level 1

আমি বিক্রম জিৎ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকটিউনেস আমি নতুন ! শিখতে এবং শেখাতে এসেছি......


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার কাছ থেকে কিছু শিখার ছিলো