এইটা আমার ডিজিটাল ডাইরির প্রথম পাতা। সে হিসাবে স্পেশাল কিছু লিখার কথা থাকলেও আজ সময়ের অভাবে তা আর হয়ে উঠছে না। এই সংক্ষিপ্ত লেখাটুকু যদি আপনাদের নূন্যতম কাজে লাগে তবেই আমি সার্থক।
আমরা বিভিন্ন প্রতিবেদনে Acronis True Image Home- এর কথা জেনেছি। তার মধ্যে সোহরাব ভাইজানের “৫ মিনিটে XP Setup করুন Acronis True Image দিয়ে খুব সহজে” টিউনটি উল্যেখ যোগ্য। ২০১০ সাল পর্যন্ত Acronis True Image Home 2010 v 5055 + v 6053 রিলিজ হয়েছে। এর পর ২০১১ সালে নতুন ভাবে Acronis True Image Home 2011 রিলিজ হয়। ১৮১ মেগাবাইটের এই Software টি মূল্য মাত্র $49.99! কিন্তু আমার দেয়া সিরিয়াল নাম্বার দিয়ে খুব সহজেই এই Software টি ফুল ভার্সনে রুপান্তরিত করতে পারেন।
Software টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এবং-
সিরিয়াল নাম্বারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
পরিশেষে, আমার জন্য সবাই দোয়া করবেন; আমি যেন ভবিষ্যতে আরো ভালো টিউন করতে পারি।
ধন্যবাদ।
আমি নীল স্বপ্ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপাতত বলার মত কিছু নাই।
vai eta die ki 1 dvd te 1sathe boot loader & backup kora jabe?
এটা দিয়ে কি pendrive এর দ্বারা অল্প সময়ে xp install করা যাবে?