Acronis True Image 2011 এখন বিনামূল্যে!

এইটা আমার ডিজিটাল ডাইরির প্রথম পাতা। সে হিসাবে স্পেশাল কিছু লিখার কথা থাকলেও আজ সময়ের অভাবে তা আর হয়ে উঠছে না। এই সংক্ষিপ্ত লেখাটুকু যদি আপনাদের নূন্যতম কাজে লাগে তবেই আমি সার্থক।

আমরা বিভিন্ন প্রতিবেদনে Acronis True Image Home- এর কথা জেনেছি। তার মধ্যে সোহরাব ভাইজানের “৫ মিনিটে XP Setup করুন Acronis True Image দিয়ে খুব সহজে” টিউনটি উল্যেখ যোগ্য। ২০১০ সাল পর্যন্ত Acronis True Image Home 2010 v 5055 + v 6053 রিলিজ হয়েছে। এর পর ২০১১ সালে নতুন ভাবে Acronis True Image Home 2011 রিলিজ হয়। ১৮১ মেগাবাইটের এই Software টি মূল্য মাত্র $49.99! কিন্তু আমার দেয়া সিরিয়াল নাম্বার দিয়ে খুব সহজেই এই Software টি ফুল ভার্সনে রুপান্তরিত করতে পারেন।

Software টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।  এবং-

সিরিয়াল নাম্বারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

পরিশেষে, আমার জন্য সবাই দোয়া করবেন; আমি যেন ভবিষ্যতে আরো ভালো টিউন করতে পারি।

ধন্যবাদ।

Level 2

আমি নীল স্বপ্ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আপাতত বলার মত কিছু নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা দিয়ে কি pendrive এর দ্বারা অল্প সময়ে xp install করা যাবে?

    Level 2

    জ্বী ইলিয়াস ভাই। Acronis True Image দিয়ে pendrive- এ অল্প সময়ে xp install করা যাবে। বিস্তারিত দেখতে https://www.techtunes.io/download/tune-id/28956/ এই টিউনটি দেখতে পারেন।

    Comment করার জন্য ধন্যবাদ।

Level 0

vai eta die ki 1 dvd te 1sathe boot loader & backup kora jabe?

http://www.easytricksandtips.co.cc

    Level 2

    জ্বী হ্যা ভাই। এই Software-এর মাধ্যমে খুব সহজেই boot loader & backup করা যাবে
    ধন্যবাদ আপনাকে।

টেকটিউনস কি সফটওয়্যার চোরদের মিলনমেলা?

– কটু কথার জন্য দূঃখিত।

    Level 2

    আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। শামীম ভাই, আপনি এত কষ্ট করে যে Computer থেকে টেকটিউনস Login করে Comment করেছেন সেই Computer-এর Operating System (Windows) -ও চুরি করা! তাহলে ভাবুন, চোরদের মিলন-মেলা কতদুর পর্যন্ত বিস্তৃত…..!!

    টিউনারের কমেন্ট লাইক করার জন্য sign in করলাম ।

    টিউনারের কমেন্ট লাইক করালাম

    Level 2

    ধন্যবাদ বাশু ও শাওন ভাইকে।

    @bluedream
    জ্বী না স্যার। আমি কোন পাইরেটেড সফটওয়্যার কিংবা মিডিয়া (এমপিথ্রী ইত্যাদি) ব্যবহার করি না। 🙂

    আর আপনি তো না জেনে মন্তব্য করলেন কারণ আমি উবুন্টু থেকে মন্তব্যগুলো করি – সর্বদাই উবুন্টু ব্যবহার করি। অবশ্য ল্যাপটপ ও নেটবুকে লাইসেন্স করা এক্সপি আছে দুইটা – তবুও ব্যবহার করি না: কে ভাইরাসে মরতে যায়!

    তবে স্বীকার করতে অসুবিধা নাই – আজ থেকে ৭ বছর আগে আমিও শুধু পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতাম। এরপর লাইসেন্সড উইন্ডোজ এবং শেষ চার বছরের বেশি সময় ধরে শুধু উবুন্টু (এটা যে জেনুইন তা নিশ্চয়ই জানেন)। 😀

    Level 0

    "bluedream" bi ar shate akmot.
    .
    ki r bolbo শামীম bi ar kotha
    .
    arre mia nije kisu paren na onno k o ……………………… !
    .
    akta kota procholito ase " ……………………….., chine ko-chu"

    @Faysal
    হ্যাঁ ভাই — আমি কিছুই পারি না। তারপরও কেমনে কেমনে জানি লেখাপড়া শেষ করে চাকুরিও পেয়ে গেছি। এককালে পারতাম, কারণ হাতে অনেক অবসর থাকতো – ইদানিং সন্তানকে বেশি সময় দিতে হয় বলে পারি না।

    আর আমি যে করতাম সেটার দেখার জন্য আমার নামে ক্লিক করলেই আমার ব্লগে চলে যাবেন। ওখানে আমার বাকি ঠিকুজিও উদ্ধার করতে পারবেন। এমনকি আমার নাম (hussainuzzaman) দিয়ে গুগল করলেও পাবেন।

    শেষ প্রবাদটা দেখে আমোদিত হলাম। আমি কি সেটা আমি খুব ভালই জানি। তবে আপনি আমাকে গালি গালাজ করে আমার উপরের মন্তব্য যে ঠিক সেটাই প্রমান করলেন।

Level 0

এটাই খুঁজিছলাম । েশয়ার করার জন্য িবেশষ িবেশষ ধন্যবাদ ।

    Level 2

    মিনহাজ ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

অনেকদিন আগেই ২০১১ ডাউনলোড করেছি কিন্তু কী টা পাচ্ছিলাম না। আপনাকে অনেক ধন্যবাদ।

    Level 2

    আপনাকেও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

Level 0

ভাই আপনার কথামত সফটওয়্যারটা ডাউনলোড কেরিছ এবং boot CD তৈরি করেছি । কিন্তু সিডি ঢুকিয়ে রিষ্টারটর্ দিলে লেখা আসে No configuration file present Press enter to reboot. সমাধান জানালে খুশি হব। ধন্যবাদ।

Amake keu halp korbe bondhu ra