অফিস বা প্রতিষ্ঠানে সাধারনত ফেসবুকের মত সাইটগুলিকে ব্লক করে রাখা হয়।নিচে কয়েকটা পদ্ধতি দেয়া হল ব্লক
করা সাইট দেখার।অফিসে এমন করে ফেসবুকিং করতে গিয়ে ধরা পরে কোন ক্ষতি হলে সেটার দায়দায়িত্ব আমার নয়।
গুগল ক্যাশ
বড় বড় সার্চ ইন্জিনগুলি যেকোন সাইটের ক্যাশ করে তাদের ডেটাবেসে সেভ করে রাখে।গুগলে সার্চ দিলে ওই
সাইটের URL ডান পাশে দেখবেন Cached নামে একটা লিংক আছে এখানে ক্লিক করে সাইটটি দেখতে পাবেন।
ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট শেখার পূর্নাঙ্গ বাংলা টিউটোরিয়ালভিত্তিক সাইট।webcoachbd.com ...
www.webcoachbd.com/ - Cached
Way back machine এর সাহায্যে
http://www.archive.org/web/web.php এখানে গিয়ে ব্লক করা সাইটটির এড্রেস টাইপ করুন সাইট
চলে আসবে আপনার সামনে।এই way back machine গুলি প্রায় সব সাইটের শুরুর দিন থেকে শুরু করে শেষ
পর্যন্ত তথ্য ক্যাশিং এর মাধ্যমে ধরে রাখে।এখানে গিয়ে সাইটটির সর্বশেষ ভার্সনও দেখতে পারবেন।
প্রক্সি সাইট দিয়ে
নেটে প্রায় ১০০ রও বেশি প্রক্সি সাইট আছে যারা তাদের ডোমেইনের মাধ্যমে ব্লক করা সাইট দেখতে দেয়।
এই সাইটগুলিতে গিয়ে শুধু বক্সে আপনার কাংখিত সাইটের এড্রেস টাইপ করলেই সাইটটি এনে হাজির করবে
আপনার সামনে।এমন একটি প্রক্সি সাইট
Translations সার্ভিস
আল্টাভিসতা বা গুগলের অনুবাদ সার্ভিস আছে।http://translate.google.com/#en|en| এখানে গিয়ে
ব্লক করা সাইটের নাম লিখে যেকোন এক ভাষায় অনুবাদ করুন,অনুবাদের পর লাইনের উপরই মাউস নিয়ে
যান না কেন টুলটিপের মাধ্যমে আসল লাইনটি দেখাবে।
URL এর বদলে IP ব্যবহার করে
এটা নির্ভর করে কিভাবে সাইটগুলি ব্লক করা আছে তার উপর।মাঝে মাঝে URL লিখে সাইট ব্লক করা থাকে।যেমন(http://www.webcoachbd.com বা http://www.facebook.com )এক্ষেত্রে URL এর বদলে
এড্রেসবারে IP টাইপ করলে কাজ হতে পারে।কোন সাইটের আইপি কি তা জানতে কমান্ড প্রম্পটে ping
করলেই বের হয়।(যেমন ping http://www.webcoachbd.com )অথবা অনলাইনেও কোন ডোমেইন নামের আইপি
বের করতে পারেন http://www.whatsmyip.org এই সাইট থেকে।
শর্ট URL সার্ভিস দিয়ে রিডাইরেকশন করে
http://moourl.com/ এখানে গিয়ে যেকোন URL টাইপ করলে সাথে সাথে এটাকে ছোট করে ফেলবে
তখন সেই এড্রেস টাইপ করলে কাজ করে।
আমি রেজওয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুলত ওয়েব ডেভেলপার।এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়ছি।www.webcoachbd.com সাইটটি ডেভেলপ ও মেইনটিনেন্স আমি করছি।আমি এই সাইটটির একমাত্র স্বত্তাধিকারী।
bhai kaj to hoy abar hoya na!!!!