যেভাবে একজন ওয়েবসাইট ডিফেসার হবেন,স্কিপ্টকিডি ওয়েবসাইট হ্যাকার হবেন,ওয়েবসাইট হ্যাকার হবেন এবং ওয়েববেস হ্যাকিং এর শুরু থেকে শেষ পর্যন্ত

আসসালামু আলাইকুম

ডিফেসার যেভাবে হবেনঃ

ডিফেস পেজ হল আপনি কোন সাইট হ্যাক করার পর ওই সাইট এ আপনার যে ওয়েবপেজ দিবেন সেটি। আর ডিফেস পেজ যে আপলোড দেয় তাকে বলা হয় ডিফেসার।

* ডিফেসার আর হ্যাকার এক নয়। যখন শেল ব্যবহার করে ডিফেস দেওয়া হয় তখন তাকে ওয়েব হ্যাকিং বলা হয় আর যখন শেল ছাড়া ডিফেস দেওয়া হয় তখন তাকে হ্যাকিং বলা যাবে না শুধু ডিফেসিং বলা যাবে।অর্থাৎ সব ওয়েব হ্যাকারই ডিফেসার কিন্তু সব ডিফেসারই ওয়েব হ্যাকার না।

বেশ কিছু ফাইল আপলোড এক্সপ্লয়েট আছে যেগুলোর মাধ্যমে সহজেই ডিফেসার হওয়া যায়।

https://www.google.com/search?client=ms-opera-mini-android&site=webhp&oq=&aqs=&q=remote+file+upload+vulnerability+&gws_rd=ssl

https://www.google.com/search?client=ms-opera-mini-android&site=webhp&oq=&aqs=&q=remote+file+upload+exploit&gws_rd=ssl

আপনার পছন্দমত এক্সপ্লয়েট খুঁজে নিন।

স্কিপ্টকিডি ওয়েবসাইট হ্যাকার হবেন যেভাবেঃ

স্কিপ্টকিডি ওয়েবসাইট হ্যাকাররা প্রোগ্রামিং পারে না এবং এরা নিজেরা টুলস বা স্কিপ্ট বানাতে পারেনা। বিভিন্ন টুলস বা আন্যের বানানো স্কিপ্ট ব্যবহার করে এরা কাযোসিদ্ধি করে।স্কিপ্টকিডি ওয়েবসাইট হ্যাকার হইতে চাইলে আপনার যা যা লাগবেঃ

1.Own PC
2.Havij or sqlmap
3.Acunetix WVS
4.Mantra browser
5.shell
6.exploit
7.keylogger
8.free hosting site to upload file
9.rDos with port scanner for DDosing site
10.netcat
11.admin finder
12.thc hydra
13.sms bomber
14.phishing site
15.deface page
16.some knowledge
17.google
18.dorks
19.Kali linux or backtrack OS
20.firefox
21.vpn
22.RAT

আপনার কাছে যদি এইগুলো থাকে এবং আপনি যদি জানেন এইগুলো ব্যবহার করে কিভাবে ওয়েবসাইট হ্যাক করতে হয় তাইলে আপনি একজন স্কিপ্টকিডি ওয়েবসাইট হ্যাকার।এগুলো ছাড়াও স্কিপ্টকিডি ওয়েবসাইট হ্যাকার হওয়া সম্ভব।

ওয়েবসাইট হ্যাকার যেভাবে হবেনঃ

আপনি যদি ওয়েবসাইট হ্যাকিং শিখতে চান তাইলে স্টেপ বাই স্টেপ যান।তারপর আপনার প্রথম স্টেপ হচ্ছে এস্কিএল আই।ওয়েবসাইট হ্যাকিংকে ছোট একটা বিষয় মনে করিয়েন না।আপনি এস্কিএল আই কতদূর পারেন?শুধু হাভিজ দিয়ে ইউজারনেম আর পাসওয়ার্ড বাহির করা কিন্তু এস্কিএল আই না।অনেক পাট আছে। error based,double query,blind,post,update query,header,waf সব গুলা শিখেন।সব না শিখলেও union based,string based,waf
এইগুলাতো অন্তত শিখেন।এডমিন পেনেল কিভাবে বের করে জানেন? অনেক পদ্ধতি আছে এডমিন পেনেল বাহির করার admin finder,robots.txt আরও আছে। শেল কিভাবে আপলোড করতে হয় জানেন? কয় পদ্ধতিতে শেল আপলোড করতে পারেন?শেল আপলোড করারও অনেক পদ্ধতি আছে temper data, http header,upload option। symlink পারেন? রুট করে কিভাবে জানেন?প্রোগ্রামিং পারেন? অন্তত php এর বেসিক শিখেন।আপনি আজ মানুষের কাছে এক্সপ্লয়েট চাচ্ছেন।ভাই php পারলে আপনি নিজেই বাগ বাহির করতে পারবেন। আরও অনেক কিছুই শিখতে হবে ওয়েবসাইট হ্যাকিং এর জন্যই।

* কোন সাইটে শেল যেকোন ভাবেই আপলোড করতে পারলেই কেল্লাফতে।

ওয়েববেস হ্যাকিং এর শুরু থেকে শেষ পর্যন্তঃ 

১।শেখার শুরুঃ

১। প্রথমেই প্রোগ্রামিং পিএইচপি, এসকিউএল এবং ওয়েবসাইট হ্যাকিং এ যেসব প্রোগ্রামিং লাগে (HTML, PHP, JavaScript,Python এবং C++ আরোও) সেগুলো ভালোভাবে শিখতে হবে।
২। হ্যাকিং এর ব্যাপারে খুঁটিনাটি জ্ঞান আহরণ করতে হবে।
(হ্যাকিং এর বিভিন্ন জিনিস গুলোর
সংজ্ঞা, হ্যাকিং এর কমন পদ্ধতি গুলো,
পদ্ধতি গুলোর ডিটেইলস)।
৩। TCP/IP, HTTP and HTTP
Proxies, Web Application Arch,
Cpanel, Server Management, Server Rooting,symlink আরোও অনেক কিছু শিখতে হবে। 

* কম্পিটার সম্পর্কে খুঁটিনাটি জানতে হবে এবং নিজের সিকিউরিটির উপর নজর রাখতে হবে।

২।ওয়েববেস হ্যাকিং এ যা যা করতেন পারবেনঃ

১।ওয়েবসাইট এ এক্সেস নিয়ে যা যা করতে পারবেন(database dump,defacing, server er whm crack করে hosting,cp crack করে client আইপি নিয়ে তাতে attack,bot install, spamming,virus host, mailing,
backconnect,malware ছড়ানো,rat বানানো, Weevely using,port forward,symlink, root)।
২। নিজেই এক্সপয়েট বানাইতে পারবেন।
৩।বিভিন্ন সাইটের ভুলনেরাবিলিটি বাহির করতে পারবেন।
৪।debugging করতে পারবেন।

ইন শর্টঃ
(প্রোগ্রামিং শিখলেন,হ্যাকিং এর বেসিক জানলেন,বেসিকের ডিটেইলস জানলে, হ্যাকিং এর কমন পদ্ধতি গুলো শিখলেন,বিভিন্ন প্রক্সি এর কাজ শিখলেন,আরোও অনেক কিছু শিখলেন (গুগল এ সার্চ দেন আরোও অনেক কিছুর জন্য), ওয়েবসাইট এ এক্সেস নিয়ে যা যা যায় করলেন, এক্সপয়েট বানাইতে শিখলেন, বিভিন্ন সাইটের ভুলনেরাবিলিটি বাহির করলেন, debugging করলেন)

★ শোঅফের জন্য বা অন্য যে কোন কারনের জন্যই হোক ডিফেসিং না করে পেনটেস্টিং করুন। বাউন্টি তো পাবেন + আপনার যে ভালো স্কিল আছে তাও সবাই জানবে।
★ হ্যাকিং যেহেতু করতেই চান তাইলে ওয়েববেস এবং হ্যাকিং এর অন্য প্লার্টফম এ নজর দিন।
★ Don't hack for showoff, Hack to prove your skills.
★ হ্যাকিং ছাড়াও অন্য আরোও অনেক বিষয় আছে শেখার চেষ্টা করুন।
★ সব থেকে ভালো হয় হ্যাকিং এর পাশাপাশি নিজের ক্যারিয়ারের প্রতিও নজর দেওয়া।কারন হ্যাকিং আপনার শখ পেশা নয়। (ব্যতিক্রম আছে)

যদি ভুল কিছু বলে থাকি তাহলে জানাবেন।

ফেসবুকে আমি

mobile.facebook.com/100009039018516

Level 1

আমি মোঃ রেজওয়ানুল হক স্বজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস