ম্যাক এড্রেস পরিবর্তন করার নিয়ম

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের কে নতুন একটি টিউন দেখাবো, আশা করি আজকের টিউনটি আপনাদের কাছে আরো আনেক ভালো লাগবে। তবে আমি যে টিউনটি আপনাদেরকে দেখাব ইতিপূর্বে এরকম কোন টিউন করা হয়েছে কিনা তা আমার জানা নাই। অার টিউন টিতে যদি কোন ভুল হয় তাহলে আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলুন তাহলে বেশি কথা না বাড়ায়ে আসল কথায় ফিরে যাই।

আপনারা হ্যাকিং এর সাথে পরিচিত। অনেকে হ্যাকিং এর সময় আইপি পরিবর্তন করে নেন।এতে আপনি ওয়েবসাইট বা সফটওয়্যার এর সাহায্য নেন।কিন্তু আপনি কি জানেন আপনার  Media Access Control address (MAC address) এর সাহায্যে অই মাধ্যম এবং আপনার আইপি দুটোই বের করা যায়।এ সম্পরকে আর না বললাম।ম্যাক সম্পর্কে আর জানতে link ঠিকানায় চলে যান। চলুন ম্যাক এড্রেস পরিবর্তন। করি। আমি কিন্তু হ্যাকিং এর মধ্যে white hat hacking কে প্রাধান্য দিচ্ছি।কেউ খারাপ উদ্দেশে বোধ করি ব্যবহার করবেন না।

ম্যাক এড্রেস পরিবর্তন করার নিয়ম। ভিডিও টি দেখুন :

যদি টিউনটি ভাল লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন।  যদি টিউনটি ভাল না লাগে অবশ্যই অবশ্যই জানাবেন কেন বা কি কারনে ভাল লাগেনি। কোন পরামর্শ থাকলে জানাতে পারেন। পরবর্তী টিউনটি কি নিয়ে করা যায় তাও জানাতে পারেন।

██╠╠►╠►╠►╠► Md Nasrullah Alkadir◄╣◄╣◄╣◄╣╠╣██
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অামার টিউনটি অপনাদের উপকারে লাগলে এবং ভবিষ্যতে আরও নতুন নতুন টিউন পেতে আমার
ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে অথবা Group এ ‍Joined হতে ভুলবেন না কিন্তু।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
টিউনটি কষ্ট করে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য দোয়া করি, যেখানেই থাকুন সুস্থ থাকুন।

Level 0

আমি নাছরুল্লাহ আলকাদির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস