আপনার হয়তো অনেকেই 8 Ball Pool Games টি খেলেছেন। আজ আমি আপনাদের জনপ্রিয় Games 8 Ball Pool কি ভাবে Long Line Hack করে খেলতে হয় তা দেখাবো। আপনারা হয়তো Cheat Engine এর নাম শুনেছেন, Cheat Engine এমন একটি software যার মাধ্যমে PC/Laptop ও Online এর বেশ কিছু Games হ্যাক করা যায়।
খুব সহজে Cheat Engine 6.6 ও 8 Ball Pool Hack.cetrainer এর মাধ্যমে 8 Ball Pool Long Line Hack করে কি ভাবে খেলতে হয় তা জানার জন্য আপনারা নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুন।
১। প্রথমে এখান থেকে Cheat Engine টি DOWNLOAD করুন (1)।
২। এরপর CheatEngine.exe ফাইল টি install করুন (2)।
Finish করুন।
৩। তারপর Miniclip /Facebook Play Games Page (3) এ যাই। মনে রাখবেন 8 Ball Pool Games টি Chrome/Firefox Browser এ Play করতে হবে। আমি আপনাদের Chrome browser এ Play করে হ্যাক করা দেখাব।
৪। এর পর Ball Pool Hack.cetrainer টি Open করি। এবার Browser List হতে Chrome/Firefox (Unity Game) Select (4)করি। এখন Hack List for Game হতে Long Line (100%) (5) Select করে Enable All (6) করি।
৫। এর পর 8 Ball Pool Games টি Play করলে (7) এর মত দেখাবে। এ রকম দেখালে বুঝবে যে Games টি Long Line Hack হয়ে গেছে। এখন ইচ্ছে মত বাজি ধরে খেলুন।
ভালভাবে বুঝতে নিচের ভিডিও টিউটোরিয়াল টি দেখতে পারেন।
আমার Youtube Channel
সবাইকে ধন্যবাদ টিউনটি পড়ার জন্য। কোন প্রশ্ন থাকলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।
আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন এবং টেকটিউনসের সাথে থাকুন।
আমি ইলিয়াস সরদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।