বাংলালিংক সিম দিয়ে ইচ্ছা মত ইউটিউভ, ব্রাজারিং এবং ডাওনলোড করুন ১ এম্বি স্পিড Pishpon handler Modded দিয়ে। কিছুদিন আগে শেষ হয়ে গিয়েছিল বাংলালিংক ইন্টারনেট এর স্বর্ণযুগ কাল রাত থেকে আমি আবার নিচের সেটিং দিয়ে ফ্রী নেট চালাতে সক্ষম হই। আশা করছি আপনাদের ও কাজ করবে। কারো কাছে আগের Psiphon এর কোন ভার্সনটি install থাকলে কাজ করবে না। এই লিংক থেকে নতুন ভার্সনটি ডাউনলোড করে নিন। কারণ আমি শুধু এই ভার্সন দিয়েই Connect করার পর ভালো স্পীড পেয়েছি। অন্যগুলোতে connect হতে বেশি সময় নেয়।
Proxy Type: Custom Header
Proxy server: Portal.ncnd.banglalink.com.bd/nc
APK ফাইলটি ডাউনলোড করে Install করুন। ওপেন করে Start দিন ৩ -৫ মিনিট অপেক্ষা করুন কানেক্ট হবে।ইচ্ছে করলে Uc handler দিয়ে ব্যবহার করতে পারবেন ডাউনলোড স্পিড ভাল পাবেন।
Pishpon Download Link: Download Here
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আজ এই পযন্ত।
টিউনটি কেও কপি করবেন না কপি করলে অবশ্যই ক্রেডিট দিবেন এর সাথে থাকুন।
নেক্স টাইম এয়ারটে্লও ও রবি তে ফ্রিনেট দিব।
আমি সোহানুজ্জামান সোয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় সোহানুজ্জামান সোয়াদ,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।