আরও একটি বড় সাইবার অ্যাটাকের সম্ভাবনা প্রবল বলে জানিয়েছে আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি ফার্ম Proofpoint।সংবাদসংস্থা এএফপি-কে দেওয়া সাক্ষাত্কারে ওই সংস্থার এক গবেষক নিকোলাস গোডিয়ার জানিয়েছেন, WannaCry সাইবার অ্যাটাকের পর এবার বিশ্বের সব কম্পিউটারে হানা দিতে Adylkuzz নামের এই ম্যালওয়ার। তবে WannaCry যেখানে কম্পিউটারে সব ডেটা ব্লক করে দিয়ে র্যানসম দাবি করেছিল, সেখানে এই নতুন ম্যালওয়্যার কম্পিউটারে হানা দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটি ভার্চুয়াল কারেন্সি সফ্টওয়্যার Monero-র সাহায্যে নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নেবে আপনার অজান্তেই। Monero বা Bitcoin-এর মতো ভার্চুয়াল কারেন্সি কম্পিউটার থেকে করা সব লেনদেনের রেকর্ড রাখে। Proofpoint থেকে জানানো হয়েছে এই ভাইরাস অ্যাটাক করলে শেয়ার্ড উইন্ডো রিসোর্সের অ্যাকসেস চলে যেতে পারে, কম্পিউটার এবং সার্ভারের পারফর্মেন্সে অবনতি হতে পারে। শুরুতেই এই সব পরিবর্তনকে গুরুতর বলে মনে না হলেও আদতে তা বড় ক্ষতি করে দেবে। গবেষকদের মত, সাড়া জাগানো কোনও পরিবর্তন দেখা না যাওয়ায় সাইবার হ্যাকাররা অনেক বেশি সময় পাবে নিজেদের কার্জসিদ্ধির।
Proofpoint-এর বিশেষজ্ঞরা মনে করছেন মে মাসের ২ তারিখ থেকেই সম্ভবত কার্যকর হয়েছে Adylkuzz।
আমি জুলহাস সেখ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।