সবাই আমার জন্য দোয়া করবেন….

টেক টিউনস কে অনেক ধন্যবাদ। আজকে আমি টেকটিউনস এর বদৌলতে অনেক কিছুই শিখেছি। তার কোনটা ভাল আর কোনটা খারাপ। যাই শিখি না কেন তার পরীক্ষণ করাটা আমার এক ধরনের নেশা। আর সেটাই আমার কাল। টি টি থেকে পাওয়া একটা টিউন নিয়ে পরীক্ষা করতে গিয়ে আমি আমার অফিসের ডিরেক্টর সাহেবের ইমেইল আইডি আর পাসওয়ার্ড পেয়ে যাই। আর কৌতুহল বশত সেখানে কয়েকবার প্রবেশ করি। যা পরবর্তীতে ধরা খেয়ে যাই। এখন আমার চাকরী নিয়ে টানা-টানি। এই চাকরীটার উপর আমার বাবার চিকিতসা সহ সংসারের যাবতীয় খরচ চলে। জানিনা আমার সামনে আরো কত কি আছে। আমার মতো ভূল আর কেউ যেন না করেন তাই এই টিউনটি পোস্ট করলাম। আমি স্বজ্ঞানে জীবনে কারো কোন ক্ষতি করি নাই, পারলে উপকারই করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

Level 0

আমি dhruba। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এক্সপেরিমেন্ট করবেন ভাল কথা তাই বলে বসের সাথে! যেহেতু আপনার ভুল বুঝতে পেরেছেন তাই দোয়া করি এযাত্রা আপনি রক্ষা পান।

ধ্রুব ভাই, সত্যি এটা অত্যন্ত্ খারাপ সংবাদ আমাদের জন্য। আমি দোয়া করি আপনার যেন কোন ক্ষতি না হয়। ভাল হয় আপনি আপনার বস কে সরি বলেন। আমি নিজে একটা অফিস চালাই আর এমপ্লয়ীদের সাথে মিশি, কে কি চায়, কার কি ইচ্ছা জানি। আপনার বস অবশ্যই আপনাকে জানে, তাই আশা করি সেটা সে বুঝতে পারবে। আপনি সৎ হলে এগিয়ে যান, কোন কিছুই আপনাকে বিপদে ফেলতে পারবেনা। আল্লাহ আপনার সাথে সবসময় আছে।

বেপারটা সত্যি দুক্ষজনক । তবুও আপনি নিজের ভুল বুজতে পেরেছেন তাই আপনার প্রতি স্রদ্ধা আম্আর বেরে গেল । আল্লাহ র উপর ভরসা করুন । আল্লাহ রহ্ মানুর রাহিম । আল্লাহ আপনার মঙ্গল করুন ।

    Level 0

    আপনাকে ধন্যবাদ। ভাই অনুতপ্ত হলে আল্লাহ ও ক্ষমা করে দেন। আর অফিসের বস অফিস ষ্টাফদের কাছে ক্ষমা চাওয়াইছেন, বেতন ৫০% কমিয়ে দিয়েছেন। তার পর আবার সন্ধেহ করেন। সত্যি কথা বলতে কি নিজেকে অনেক ছোট মনে হচ্ছে।

হু হুম

আহারে!!! বসের ইমেইল-এ কেন যে ঢুকতে গেলেন ! 🙁 ।
ইসসসসস
দোয়া করি যাতে চাকরিটা না হারান (আআমিন)

হাই হাই ! এটা কি করলেন ?

আপনার জন্য শুভকামনা।

আপনার জন্য শুভকামনা রইল!

আপনি যদি সত্যিকার অর্থে তওবা করেন তবে আপনি পার পেয়ে যাবেন । আল্লাহ আপনার সাথে থাকবেন ।

এই কাজ টা না করলে কি হতো না?

দোয়া করি আল্লাহ্‌ যেন বসের মনে রহমত দেয়।

Level 0

ভাইজান , আপনি কোন টিকস টা try করেছিলেন ? লিনক টা দেবেন ?

    সহমত।
    আমিও ১জনের টা ক্রেক করছি, তবে সে ফ্রেন্ড, আমার এখন ভয় লাগছে।

ভাই যাই হোক আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। আপনার ভুল থেকে সবার শিক্ষা নেয়া উচিৎ। আর যারা এই ধরনের টিউন করেন তার দয়া করে এই ধরনের টিউন থেকে বিরত থাকবেন। ভাই সবচেয়ে ভাল হয় আপনি নতুন চাকরির চেস্টা করলে। আল্লাহ আপনার সহায় হোক।

ata kora motao tik hoyni. doa kori allah r kacha apnar prolem jano solve.

প্রথমে sorry বল। তারপর বিষয়টি খুলে বল কিভাবে কি হয়েছে। পরিস্থিতি বুঝে পারলে Trick টি খুলে বলো, হয়তো মজা পাবে।

আল্লাহ আপনার সহায় হোক। আশা করি আপনার চাকরি বহাল তবিয়তেই থাকবে এবং আপনার বাবার চিকিৎসা ভালো ভাবেই হবে। আমীন।

মন্দ কাজ থেকে বিরত থাকবেন। দোয়া করি আল্লাহ আপনার সহায় হোক।

হায় ! হায়! চেষ্টা করেন ভাল থাকার ভাল কিছু করার আমিও ……………।

আকাম কইরা ধরা খান কেন? যাই হোক, ধরা যখন খাইছেন, সত্যি সত্যি মন থেকে তওবা পরেন। ৩ বার।
নিশ্চই তিনি রক্ষা করবেন। Best of luck….

Level 3

১০০% চাপাবাজি, only for Comment………lol

Level 0

This is not chapabajee. Who wants to display his pardon at a public place?

Level 0

😀

”তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহাজ্য প্রার্থনা কর,নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারন কারিদের সাথে আছেন।”-আল ক্বোরান।
আপনার জন্য আমার পক্ষথেকেও দোয়া রইল,
আর ভবিশ্যতে ভুলেও এই ধরনের কাজ করবেন্না।