টেক টিউনস কে অনেক ধন্যবাদ। আজকে আমি টেকটিউনস এর বদৌলতে অনেক কিছুই শিখেছি। তার কোনটা ভাল আর কোনটা খারাপ। যাই শিখি না কেন তার পরীক্ষণ করাটা আমার এক ধরনের নেশা। আর সেটাই আমার কাল। টি টি থেকে পাওয়া একটা টিউন নিয়ে পরীক্ষা করতে গিয়ে আমি আমার অফিসের ডিরেক্টর সাহেবের ইমেইল আইডি আর পাসওয়ার্ড পেয়ে যাই। আর কৌতুহল বশত সেখানে কয়েকবার প্রবেশ করি। যা পরবর্তীতে ধরা খেয়ে যাই। এখন আমার চাকরী নিয়ে টানা-টানি। এই চাকরীটার উপর আমার বাবার চিকিতসা সহ সংসারের যাবতীয় খরচ চলে। জানিনা আমার সামনে আরো কত কি আছে। আমার মতো ভূল আর কেউ যেন না করেন তাই এই টিউনটি পোস্ট করলাম। আমি স্বজ্ঞানে জীবনে কারো কোন ক্ষতি করি নাই, পারলে উপকারই করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
আমি dhruba। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এক্সপেরিমেন্ট করবেন ভাল কথা তাই বলে বসের সাথে! যেহেতু আপনার ভুল বুঝতে পেরেছেন তাই দোয়া করি এযাত্রা আপনি রক্ষা পান।