বন্ধুরা, আপনার ওয়াইফাই পাসওয়ার্ড কি নিরাপদ? আপনি কি জানেন এখন অনেক এপপ্স বের হয়েছে যেইগুলা দিয়ে খুব সহজে পাসওয়ার্ড হ্যাক করা যায়? আর ঐরকম হ্যাকারের পাল্লায় পড়লে তো কথাই নাই। এপপ্স ছাড়াই আপনার পাসওয়ার্ড হ্যাক করে আপনার এমন সর্বনাশ করবে যার কারণে আপনি সারাজীবন আফসোস করবেন।
সময় টিভির এক প্রতিবেদনে ওয়েবকোড নাম এক হ্যাকার বলছিলো হ্যাকাররা প্রথমে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করে তারপর সেখান থেকে ডাটা নিয়ে বা কুকিজ থেকে সব কিছুর এক্সেস নিয়ে নিতে পারে। আপনার ফেইসবুক জিমেইল ইয়াহু সব কিছু এই কুকিজ এর মাধ্যমে হ্যাক করে নিবে।
কাজের কথায় আসি এই সকল ভয়ঙ্কর হ্যাকার থেকে রক্ষা পেতে ওয়াইফাইটি হাইড করে ফেলুন সবার কাছ থেকে। যদি হ্যাকার আপনার ওয়াইফাই নেটওয়ার্কই খুঁজে না পায় তাহলে হ্যাক আর কিভাবে করবে। হ্যাকাররের বাবাও আপনার ওয়াইফাই হ্যাক করতে পারবেনা।নিরাপদ থাকুন নাহলে পরে আফসোস করবেন। চলুন দেখে নেই কিভাবে করবেন হ্যাকারের আক্রমন থেকে আপনার WiFi কে রক্ষা। এইগুলা টিউন এ বিস্তারিত হয়তো অনেকে বুঝবেননা প্রাকটিক্যাল দেখে নিন ভিডিওত
আমি আবদুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
sundor post