মিসকল বোম্বার!!এক বারেই ৫০০ টা মিস কল দিয়ে বন্ধুদের সঙ্গে মজা করুন

বন্ধুরা, আজকের টিউনটি একটু অন্য রকম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কল বম্বিং করবেন। প্রথমেই বলে নেই এটি শুধু মাত্র বন্ধুর সাথে মজা নেয়ার জন্য করতে পারেন। আমার এক বন্ধু রাতে অলওয়েজ মোবাইল সাইলেন্ট করে ঘুমিয়ে পরে। আমি তাকে এক রাতে ৫০০ মিস কল দিছিলাম পর দিন সে পাগল হইয়া যায় এত মিস কল দেখে ভাবছে আমি তাকে সাড়ারাত ফোন এ ট্রাই করছি। পরে আমি তাকে বিষয়টি খুলে বলি যে মজা করছি এটা একটা কল বম্বিং ছিল। বন্ধুটি অনেক চমকে গিয়েছিলো। কিন্তু এটাতে আপনার বন্ধু আপনার উপর বিরক্ত ও হতে পারে সো সবার সাথে মজা করতে যাবেননা। এই কারণে টিউনটি হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

প্রথমে আপনাকে গুগল থেকে একটা এপপ্স প্রথমে নামাতে হবে যার নাম Tak zang।তারপর এপপ্সটি ওপেন করে স্টার্ট এ যাবেন।

স্টেপঃ১ যাকে কল বম্বিং করবেন তার নম্বরটি দিবেন তারপর নেক্সট দিবেন।
স্টেপঃ২ মিস কল নম্বর অর্থাৎ কতটি মিসকল দিবেন তা বসিয়ে দিবেন তারপর নেক্সট দিবেন।
স্টেপঃ৩ সেকেণ্ড এর ঘরে ৮ সেকেন্ড দিবেন তারপর স্টার্ট দিয়ে দিবেন

কয়েক সেকেন্ড অপেক্ষা করুন তারপর মিসকল যাওয়া শুরু হয়ে যাবে।

বন্ধুরা, যারা লাইভ দেখতে চান নিচের ভিডিওতে দেখতে পারেন।আর কোনোকিছু জানার থাকলে টিউনমেন্ট করতে পারেন। সবাইকে ধন্যবাদ

Level New

আমি আবদুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস