হ্যাক করুন মেসেঞ্জার বাস্কেটবল গেইম সহজেই!!!

মেসেঞ্জার বাস্কেটবল গেইম স্কোর হ্যাক করার সহজ উপায়

যা যা লাগবে ঃ-

১) ফেইসবুক মেসেঞ্জার এপ

২) রুটেড এন্ড্রয়েড ডিভাইস

৩) গেইম কিলার এপ

৪) একটু ধৈর্য

করনীয়:-

প্রথমে মেসেঞ্জার এপ দিয়ে বাস্কেটবল আইকন যে কাওকে সেন্ড করুন। সেন্ড করা আইকন টি তে ক্লিক করলেই বাস্কেটবল গেইম শুরু হবে। আপনি চেষ্টা করলে নরমালি ২০-৩০ এর বেশি করতে পারবেন না। কিন্তু আমি যে পধ্বতি দেখাবো এভাবে ইচ্ছেমতো স্কোর করতে পারবেন। 😆

গেইমকিলার এপ টি ডাউনলোড করে নিন

এখান থেকে

তারপর গেইম কিলার এপ টি ওপেন করে রুট পার্মিশন দিয়ে মিনিমাইজ করে মেসেঞ্জারে চলে যান। বাস্কেটবল স্কোর করে স্কোর টি সার্চ বক্সে লিখে সার্চ করুন। অটো আইডিন্টিটি সিলেক্ট করে সার্চ করুন। দুই থেকে তিন বার স্কোর করে সার্চ করলে লিস্ট আসবে। সেখান থেকে লিস্টে ক্লিক করুন এবং ইচ্ছেমতো ভ্যালু চেঞ্জ করুন। তারপর আরেকটি বল বাস্কেট করেই দেখুন ম্যাজিক।

বুঝতে অসুবিধা হলে ভিডিও টিউটোরিয়াল টি দেখে নিন।বাস্কেটবল হ্যাক বুঝতে অসুবিধা হলে টিউনম্যান্ট করে জানাবেন।

ধন্যবাদ!

Level 0

আমি রায়হান বাপ্পি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির সাথে চলতে ভালোবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস