সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে টিউন শুরু করছি।
অাসসালামু আলাইকুম,
সুপ্রিয় টেকটিউনসের বন্ধুরা সবাই কেমন অাছেন। অাশাকরি ভালো অাছেন, অামিও ভালো। এটা আমার সপ্তম টিউন। অনেক দিন পর টিউন করলাম। বর্তমানে প্রায় অধিকাংশ অ্যান্ড্রয়েড ইউজারই ক্লাস অফ ক্লান্স গেমটা খেলে থাকেন।কিন্তু অনেক মানুশ গেমটা নতুন শুর করেসেন এবং তারা জানেন না যে গেমটা খেলতে কি রকম এবং উপগ্রেড দিলে কেমন দেখা জাই। এবং জারা নতুন শুরু করেন তারা খুব তাড়াতাড়ি যেমস এবং কয়েন এলেকজার শেষ করে দেন। এই জন্য আমি আপনাদের জন্য ক্লাস অফ ক্লান্স গেমটা হ্যাকিং মোডটা নিয়ে এলাম এটাতে কখনো কোনো কিছু শেষ হবেনা উনলিমিটেড সব কিছু আপনারা চাইলে যে কোনো কিছু উপগ্রেড দিতে পারেন কোনো কিছু লাগবেনা এটাকে প্রাইভেট সার্ভার বলে আপনারে যদি না বুজেন তাহলে নিচে পিকচার টা দেখুন
উপর থেকে ডাউনলোড করে খেলা শুর করেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পরবর্তী টিউন নিয়ে হাজির হব আপনাদের সামনে।
ততক্ষণ পর্যন্ত ভাল থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।
আমি রায়হান বাবু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks