হ্যালো টিউনার'স
আসসালামুয়ালাইকুম।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।কয়েকদিন পর আবার হাজির হলাম আপনাদের সামনে নতুন নতুন ট্রিক নিয়ে।
তো চলুন সুরু করা যাক।
আজকে আমি আপনাদের দেখাব কিভাবে বন্ধুর মোবাইল এর চার্জ ট্রান্সফার করে নিয়ে আশবেন নিজের মোবাইল এ।
আশলে আমরা এক এক সময় এক এক জিনিশ ট্রান্সফার করি কিন্তু কখন কি চেস্টা করে দেখেছি মোবাইল এর চার্জ কি ট্রান্সফার করা যায় কিনা।
তো মুল কাজ সুরু করা যাক
১।প্রথমে আপনার একটি otg cable এর প্রয়োজন হবে। আর একটি data cable এরও। আর অবশ্যয় লাগবে সেই ২ই টি মোবাইল।
২।প্রথমে আপনি otg cable আর data cable একসাথে কানেক্ট করুন।
৩।এরপর জেই মোবাইল টি চার্জ দিবেন অই মোবাইল এ আপনার ডাটা কেবল টি লাগান।
৪।ভিক্টিম এর মোবাইল এ এখন otg cable টি লাগান।
কেবল লাগানোর পর যদি আপনার মোবাইল এ otg সাপোর্ট থাকে তাহলে দেখবেন চার্জ ট্রান্সফার হচ্ছে।
এখন আপনি যদি নিজের মোবাইল দিয়ে ভিক্টিম এর মোবাইল চার্জ দিতে চান তাহলে সুধু otg আর data cable এর প্লাগিন টি সুধু উলটো করেন।
আশা করি সবাই বুজতে পেরেছেন।যদি কেউ বুজতে না পারেন পারেন তাহলে নিচের ভিডিও টি দেখতে পারেন।
আর যদি কোন সমস্যা থাকে টিউমেন্ট এ অবশ্যয় জানাবেন।চেস্টা করব তা সলিউসন করে দেয়ার জন্য
আমার চ্যানেল এ চাইলে ঘুরে আশতে পারেন নতুন নতুন প্রব্লেম সলিউসন এর জন্ন।। ধন্যবাদ।
আমি নিশান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
darun kag