ইথিক্যাল হ্যাকিংঃ ইথিক্যাল হ্যাকিং হল সেই হ্যাকিং যেখানে একজন হ্যাকার সিস্টেম এডমিন এর অনুমতি নিয়ে সিস্টেম হ্যাক করবে বা সিস্টেম এর ভুল ধরিয়ে দিবে।
সহজ বাংলায় বুঝায় দেই,এইটা এমন হ্যাকিং যেখানে হ্যাকাররা টাকা নিয়ে কাজ করে।কাজ বলতে বিভিন্ন সিস্টেম এর সিকিউরিটি পরিক্ষা করে।এবং এটা সব দেশেই বৈধ।
যারা এই কাজটি করে থাকে তাদের ইথিক্যাল হ্যাকার বা সিকিউরিটি এক্সপার্ট বলা হয়ে থাকে।
হ্যাকিং কি ?ঃ আসুন তাহলে এখন জানা যাক হ্যাকিং কি ?
হ্যাকিং হল কোন সিস্টেম এ বৈধ এডমিন ছাড়া অন্য কোন ব্যক্তির অনুপ্রবেশ।সব দেশেই এটা অপরাধ।এবং যারা এই অপরাধ করে তাদের Black Hat Hacker বা হ্যাকার বলা হয়।
একজন হ্যাকার সাধারনত শখের বসে বা বনা কারনে কোন সিস্টেম হ্যাক করে থাকে।তারা কোন কারন ছারাই মানুষদের অনলাইনে হয়রানি করতে ভাল লাগে।
পার্থক্যঃতাহলে আমরা বলতে পারি ইথিক্যাল হ্যাকিং একটা সম্মানজনক পেশা।কিন্তু হ্যাকিং একটা জঘন্যতম অপরাধ।
যারা ইথক্যাল হ্যাকিং করে তারা টাকা পায় কিন্ত যারা হ্যাকিং করে তারা কোন টাকা পায় নাহ।
ইথিক্যাল হ্যাকার বলেন আর ব্লাক হ্যাট হ্যাকার বলেন দুই জন এ একই কাজ করে শুধু পার্থক্যটা হল একজন অনুমতি নিয়ে অন্যজন অনুমতি ছাড়াই
যারা কিছুই বুঝেন নাই তারা নিচের ভিডিও টা দেখেন
আর যারা যারা বেসিক ইথিক্যাল হ্যাকিং শিখতে আগ্রহি তারা নিজের লিঙ্ক গুলান থেকে ঘুরে আস্তে পারেন।
http://hpsbangladesh.com/
https://web.facebook.com/hpsbd/
বেসিক হ্যাকিং কোর্স এ সরাসরি রেজিস্ট্রেশন করতে নিচের লিঙ্ক এ যান 🙂
এবার আছি পাইথন এর টিউটোরিয়াল এ 🙂
নিচের ভিডিও টি দেখেনিন।আর কোন সমস্যা হলে আমি আছি তহ 🙂
এমন আরও টিউটোরিয়াল পেতে ভিসিট করুন।
আমি শফিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।