পাসওয়ার্ডের কথা বলছি। মনে রাখার অনেক ঝামেলা। আর আমাদের জীবনে প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, ততই বাড়ছে পাসওয়ার্ডের হ্যাপা। একাধিক সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রোফাইল খোলা এখন পানিভাত। তাছাড়া বিভিন্ন পরিষেবা পেতে গেলেও অনলাইনে আবেদন করতে হয়। দিতে হয় পাসওয়ার্ড। বিভিন্ন সাইটে একই পাসওয়ার্ড দেবেন, তারও উপায় নেই। কারণ বসে আছে হ্যাকাররা। একটি পাসওয়ার্ড খুলে ফেললেই খুলে যাবে অন্যান্য সাইটে প্রবেশের দরজা। তাই ভেবে চিন্তে পাসওয়ার্ড দিন।
এমন পাসওয়ার্ড দিন যা খোলা হ্যাকারদেরও অসাধ্য। আগে জটিল পাসওয়ার্ড দেয়ার প্রবণতা ছিল। সময় পালটেছে। জটিল পাসওয়ার্ডও ব্রেক করে ফেলছে হ্যাকাররা। বিশেষজ্ঞরা তাই লম্বা পাসওয়ার্ড পরামর্শ দিচ্ছেন। অনেক জায়গাতেই ১৬ থেকে ৬৪ অক্ষর বা সংখ্যার পাসওয়ার্ড চাওয়া হয়। বলা হচ্ছে, সম্ভব হলে ভরিয়ে দিন সব ঘর।
কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, অনলাইন নিরাপত্তায় দীর্ঘ পাসওয়ার্ডই সবথেকে নিরাপদ। দীর্ঘ পাসওয়ার্ড দেখে হ্যাকিং প্রোগ্রামগুলো হাল ছেড়ে দেয়। পাসওয়ার্ড হিসেবে পছন্দের কোনো কবিতার লাইন বা নিজের তৈরি কোনো সাধারণ বাক্য ব্যবহার করলে কুল খুঁজে পায় না হ্যাকিং প্রোগ্রাম। কিন্তু সহজেই মনে থাকে ব্যবহারকারীর। যে কারণে অনেক দেশেই সরকার এখন পরামর্শ দিচ্ছে হ্যাকিং রুখতে লম্বা পাসওয়ার্ড ব্যবহার করার।
আরো কিছু টিউন
আমি মুসা বিন মোস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।