হ্যাকিং কনসেপ্টস ও হ্যাকিংয়ের পরিপূর্ণ পাঠশালা

হ্যাকিং কি?

হ্যাকিং একটি প্রক্রিয়া যেখানে কেউ কোন বৈধ অনুমতি ছাড়া কোন কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে। যারা এ হ্যাকিং করে তারা হচ্ছে হ্যাকার। এসব কথা তোমরা প্রায় সবাই জান। আমরা প্রায় সবাই জানি হ্যাকিং বলতে শুধু কোন ওয়েব সাইট হ্যাকিং আবার অনেকের ধারনা হ্যাকিং মানে শুধু কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্ক  হ্যাক করা, আসলে কি তাই? না আসলে তা না। হ্যাকিং অনেক ধরনের হতে পারে। তোমার মোবাইল ফোন, ল্যান্ড ফোন, গাড়ি ট্র্যাকিং, বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও  ডিজিটাল যন্ত্র বৈধ অনুমতি ছাড়া ব্যবহার করলে তা ও হ্যাকিং এর আওতায় পড়ে।  হ্যাকাররা সাধারনত এসব ইলেকট্রনিক্স যন্ত্রের ত্রুটি বের করে তা দিয়েই হ্যাক করে।

এবার আসি হ্যাকার কে বা কি?

হ্যাকারঃ যে ব্যক্তি হ্যাকিং practice করে তাকেই হ্যাকার বলে। এরা যে সিস্টেম হ্যাকিং করবে ঐ সিস্টেমের গঠন, কার্য প্রনালী, কিভাবে কাজ করে সহ সকল তথ্য জানে। আগে তো কম্পিউটারের এত প্রচলন ছিলনা তখন হ্যাকার রা ফোন হ্যাকিং করত। ফোন হ্যকার দের বলা হত Phreaker এবং এ প্রক্রিয়া কে বলা হ্য Phreaking। এরা বিভিন্ন টেলিকমনিকেশন সিস্টেমকে হ্যাক করে নিজের প্রয়োজনে ব্যবহার করত।

তিন প্রকারের হ্যকার রয়েছেঃ

বলে রাখি হ্যাকারদের চিহ্নিত  করা হয় Hat বা টুপি দিয়ে।

  1. White hat hacker
  2. Grey hat hacker
  3. Black hat hacker

আমাদের মধ্যে অনেকেই আছে যারা হ্যাকিং এ অনেক আগ্রহী এবং হ্যাকিং শিখতে চান। আপনি একজন হ্যাকার হতে হলে প্রথমে আপনাকে বিভিন্ন ইথিকাল হ্যাকার যারা মূলত ইলিট তাদের থেকে গুরুত্বপূর্ণ টিপসগুলো শিখে নিতে হবে। আর বিভিন্ন ধরনের টিপস নিয়ে আলোচনা হয় ফোরামে। নিচে হ্যাকারদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ফোরামের লিংক প্রদান করা হল।
http://www.hackerthreads.org
http://www.hackforums.net
http://www.hacker.org/forum
http://www.crackhackforum.com


হ্যাকিং করতে হলে বিভিন্ন সফটওয়্যার প্রয়োজন হয়, প্রয়োজন হয় কোড, স্ক্রিপ্ট, ডর্ক ইত্যাদির। নিচে কিছু লিংক দেয়া হল যেখান থেকে আপনি অনেক মূল্যবান হ্যাকিং রিসোর্স পেতে পারেন যা আপনাকে হ্যাকার হতে সাহায্য করবে।
http://www.ethicalhacker.net
http://insecure.org
http://hacker.resourcez.com
http://www.certifiedethicalhacker.com
http://www.elitehack.net
http://www.elite-hackers.com
http://www.exploit-db.com
http://www.1337day.com
http://www.breakthesecurity.com
http://www.thehackerslibrary.com
http://www.port7alliance.com
http://www.hackers.nl
http://hackmein.tripod.com
http://kyrionhackingtutorials.com
http://www.hacking-gurus.net
http://hackmyass.wordpress.com
http://www.borntohack.in
http://www.criticalsecurity.net
http://www.mpgh.net
http://www.duniapassword.com
http://www.progamercity.net

যারা হ্যাকিং কখনো করেন নি তাদের জন্য প্রাথমিক টুল হচ্ছে কি - লগার।এখন বলি কি এই কি-লগার। কি - লগার হচ্ছে এমন একটি টুল যার মাধ্যমে আপনি নির্দিষ্ট একটি কম্পিউটারে কি - বোর্ড দ্বারা কি টাইপ করা হচ্ছে সব কিছু একটি ফাইলে রেকর্ড করে রাখতে পারেন।

ধন্যবাদ

হ্যাপি হ্যাকিং 🙂

আমাকে পাবেন আমার নিজস্ব ব্লগে ।  যে কোনও প্রয়োজনে আমাকে পাবেন ফেসবুকে

Level 0

আমি Subrata deb nath। Full Stack Web Developer, Sbtechbd Technology, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thank you for the links..