আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। প্রথমে জানব হ্যাকিং কি?
হ্যাকিং একটি প্রক্রিয়া যেখানে কেউ কোন বৈধ অনুমতি ছাড়া কোন কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে। যারা এ হ্যাকিং করে তারাই হচ্ছেন হ্যাকার।
হ্যাকিং কত প্রকার?
হ্যাকিং তিন প্রকার। যথা:
১. সাদা টুপি হ্যাকার।
২. ধুসর টুপি হ্যাকার।
৩. কালো টুপি হ্যাকার।
সাদা টুপি হ্যাকার (White Hat Hacker)
এরা কম্পিউটার তথা সাইবার ওয়ার্ল্ডের প্রদান করে। এরা কখনো অপরের ক্ষতি করেনা। এদের কে নৈতিক হ্যাকারও বলা হয়।
ধুসর টুপি হ্যাকার (Grey Hat Hacker)
এরা এমন এক ধরনের হ্যাকার যারা সাদা টুপি এবং কাল টুপি হ্যাকারের মধ্যপর্তি স্থানে অবস্থান করেন। এরা ইচ্ছা করলে কারোও ক্ষতি ও করতে পারে এবং উপকারো করতে পারে।
কালো টুপি হ্যাকার (Black Hat Hacker)
হ্যাকার বলতে সাধারনত কালো টুপি হ্যাকার দের বোঝায় এরা সব সময় কোন না কোন ভাবে অপরের ক্ষতি করার চেস্টা করে।
১. Hacking: The Art of Exploitation, 2nd Edition
যারা হ্যাকিং শুরু করতে চান তাদের নিত্য সঙ্গী হিসেবে এই বইটির বিকল্প নেই। বইটি লিখেছেন জন ইসিকসন। আশা করি বইটি আপনাদের কাজে লাগবে। এই ইবুকটি ইংরেজটি ভাষায় লেখা হয়েছে। চিত্রসহ সুন্দরভাবে লেখা উপস্থাপন করা হয়েছে এটি বইটি ২য় এডিশন। বইটিতে ৪৮৮ টি পেজ আছে। নিচে এর ডাউনলোড লিংক দেওয়া হলো।
ডাউনলোড করুন
২. THE BASICS OF HACKING AND PENETRATION TESTING: ETHICAL HACKING AND PENETRATION TESTING MADE EASY
কোন জিনিস ভালোভাবে শিখতে গেলে তার মৌলিক জ্ঞানের বিকল্প নেই। হ্যাকিং শিখতে হলে প্রথমে ব্যাসিক হ্যাকিং শিখতে হবে। তারপরে এডভান্স হ্যাকিং। এই ইবুকটি ইংরেজটি ভাষায় লেখা হয়েছে। চিত্রসহ সুন্দরভাবে লেখা উপস্থাপন করা হয়েছে। এই ইবুকটির পেজ সংখ্যা ১৯২ টি। নিচে এর ডাউনলোড লিংক দেওয়া হলো।
ডাউনলোড করুন
৩. Metasploit: The Penetration Tester's Guide
এই বইটি লিখেছেন ৪ জন। এই বইটি আমাজনে অনেক জনপ্রিয়তা পেয়েছে। বইটির পেজ সংখ্যা ৩২৮ টি। হ্যাকিং শেখার একটি ভালো গাইড এই বইটি।
নিচে এর ডাউনলোড লিংক দেওয়া হলো।
ডাউনলোড করুন
আশা করি উপরের ৩টি ইবুক আপনাদের হ্যাকিং শিখতে হেল্প করবে। ধন্যবাদ।
আমি হাবলু উসামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হাবলু উসামা। আমার সম্পর্কে বিস্তারিত জানতে হলে: এখানে ক্লিক করুন। ধন্যবাদ!
Ata thik na.