সময়কে নিয়ে আসুন হাতের মুঠোয়>>যেকোন প্রোগ্রামের মেয়াদ শেষ<<বাড়িয়ে নিন নিজের মত করে

অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন প্রয়োজনে নেট থেকে বিভিন্ন গেসম,সফটত্তয়্যার ইত্যাদি ডাউনলোড করে থাকি। কিন্তু একটি নির্দিষ্ট সময়ের পর তা আর ব্যবহার করা যায় না। কেননা এগুলো trial ভার্সন হত্তয়ার কারণে সময় শেষে আর ব্যবহার করা যায় না। কিন্তু এগুলো প্রয়োজনীয় বিধায় তাই আমাদেরকে এর পরিপূরক অন্য কোন সফটত্তয়্যার ব্যবহার করতে হয়। কিন্তু আমরা ইচ্ছে করলেই এসকল trial সফটত্তয়্যার কিংবা গেমসসহ প্রয়োজনীয় প্রোগামগুলো সময় শেষ হয়ে যাত্তয়ার পরত্ত ব্যবহার করতে পারি। এ জন্য একটি উদাহরণসহ সফটত্তয়্যারটির ব্যবহার দেখিয়ে দিচ্ছি।

SuperChinese সফটত্তয়্যারটির মেয়াদ ছিল ৬০ দিন। কিন্তু এর ইনস্টল মেয়াদ পার হয়ে যাত্তয়ার কারণে তা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই সফটত্তয়্যার দিয়ে আমি পুনরায় ব্যবহার করতে পারছি। এভাবে প্রায় সব ধরণের প্রোগ্রামের সময় বাড়িয়ে নেত্তয়া যেতে পারে।

প্রথমে সফটত্তয়্যারটি কম্পিউটারে ইনস্টল করুন>তারপর Add program এ দুই বার ক্লিক করে যেখানে আপনার কাঙ্খিত প্রোগ্রাম আছে সেখানে .Exe নির্বাচন করে ত্তপেন বাটনে এ ক্লিক করুন।>এবার প্রোগ্রাম ডাবল ক্লিক করুন>Freeze date and time এ ক্লিক করুন। > apply করুন। *** SuperChinese এর মেযাদ শেষ হয়ে যাত্তয়ার কারণে তা Freeze date and time কাজ হচ্ছে না। তাই আমাদেরকে Load preset date/time বাটনে ক্লিক করে file's  modification date/time দিয়ে দেথা যাচ্ছে যে এটি ১৩ই অক্টোবর ২০০৯ সালে তৈরি করা হয়েছে। এর পর আমরা Freeze date and time নির্বাচন করবো। > Injection mode এ গিয়ে দ্বিতীয় রেডিত্ত বাটন নির্বাচন করে apply ক্লিক করবো। >>> এবার প্রোগ্রামটি দেখুন এটি আবার আগের অবস্থায় ফিরে এসেছে।।। Free to try কিংবা 30-day trial এর দিন শেষ 🙂

>>>ডাউনলোড লিংক (১.২৮মেগাবাইট)<<<

এধরনের আরো সফটত্তয়্যার আছে যা দিয়ে এসকল কাজ করা যায়। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি swordfish। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 2283 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগল।
স্বাগতম।

    Level 0

    মন্তব্যই একজন টিউনারের সবচেয়ে বড় প্রেরণার স্থল। তাই ধন্যবাদ

ভাল পোস্ট।

কথা হইল এইভাবে যদি টাইম বাড়িয়ে যেই কোন সফট ইউজ করা যায় তাহা হইলেতো আর সিরিয়াল নাম্বারের দরকার পরবেনা তাই না?
এইভাবে কতটা কাজ হবে বুঝতে পারতেছিনা।
তবুও শেয়ার করার জন্য ধন্যবাদ।

    Level 0

    হ্যা আতাউর ভাই সিরিয়াল এর প্রয়োজন নাই।।আমি তো উপরেরটা সিরিয়াল ছাড়াই ব্যবহার করছি।।।

ভাই কাজের কাজ কিছুই হয় না।

দারুন একটা সফটওয়ার টিউন করার জন্য ধন্যবাদ………………।

valo

ভাই লিংকে ক্লিক করলে http://www.video2k.tv/download/1412763/Cracklock.3.9.44.exe সাইট ওপেন হয় কোন ডাউনলোড অফশন দেখছি না