প্রথমেই আমারে পাইবেন কই সেইডা বইলা নেই ঃ Facebook
তাইলে এখন আশা যাক আজকের টিউটোরিয়াল এ।আপনি যখন এই টিউটোরিয়াল এ ঢুকছেন,তাহলে আপনার মনে হ্যাকিং নিয়ে একটু হইলেও আগ্রহ আছে।
আমি আজকে সেই আগ্রহ কে আর একটু বাড়ায় দিবো। 🙂
তাহলে দেরি কিছের ?
হ্যাকিং হল ডিজিটাল সিস্টেমে অ্যাডমিন এর অনুমতি ছাড়া ঢুকে পরা।
আর যারা হ্যাকিং করে তারাই হ্যাকার।
Anonymous:যারা দেশের জন্য হ্যাকিং করে তাদের "Anonymous" অথবা White Hat Hacker বলা হয়।
Ethical Hacker:যারা ডাটাবেস অ্যাডমিন এর পারমিশন নিয়ে দুর্বলতা খুজে বের করে তাদেরকে Ethical Hacker বা Pentester বলে।
অতএব,
ইথিক্যাল হ্যাকার হইলে আপনাকে পুলিশ ধরবে নাহ এবং এইডা কোন অপরাধ ও নাহ।বরং এইডা আপনি পেশা হিসাবে নিতে পারেব 😀
এখন যদি আপনি ভাবেন শুরু কথা থেকে করবেন ?
তাহলে আপ্নে আজি প্রোগ্রামিং এর প্রতি মনোযোগ দিতে পারেন।হ্যাকিং শিখতে হলে আপনাকে প্রথমে অবশ্যই Database Management System (DBMS) সম্পরকে ভালো ধারনা থাকতে হবে।
বর্তমানে বহুল ব্যাবহিত DBMS সফটওয়্যার হল MySQL। SQL:Structure Query Language.
SQL হল DBMS এ ব্যাবহিত অন্যতম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়াজ।
SQL এর ২টা PDF ডাউনলোড করে পরতে পারেন।
তার পরে তারপরে শিখতে পারেন SQLi।Database এর দুর্বলতা বের করার জন্য।
উপরের ২ টা বই পড়া শেষ হলে নিচের ভিডিও টা দেখেন SQLi এর জন্য।
তাহলে আজকে এইখানে শেষ করি 😀 আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।
আমি শফিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি কি অ্যান্ড্রয়েড বা কম্পিউটার দিয়ে সহজে আয় করতে চান? যদি হ্যা হয় তবে এই পোস্ট টি আপনার জন্য। প্রথম থেকে পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ুন তারপরও যদি আয় করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আয়ের ব্যাবস্থা করে দিব ইনশাহআল্লাহ।
#প্রথমত আপনাকে যে যে বিষয়ে অবগত হতে হবেঃ-
১) শেখার এবং শিক্ষা দেওয়ার আগ্রহ থাকতে হবে।
২) সময় এবং ধৈর্য দুটোই থাকতে হবে।
৩) সাইটে পোস্ট করার অভিজ্ঞতা থাকতে হবে। (না থাকলে শিখিয়ে দেওয়া হবে।)
৪) পোস্ট লেখায় পারদর্শী হতে হবে। (অবশ্যই মানানসই এবং কপি পেস্ট বিহীন হতে হবে)
#দ্বিতীয়ত আপনাকে যে যে কাজ করতে হবেঃ-
১) প্রথমে http://thebdblog24.com সাইটে গিয়ে ফ্রিতে রেজিষ্ট্রেশন করুন।
২) সাইটে রেজিস্টার করার পর টিউনারশিপ পাওয়ার জন্য ফেসবুক পেজে ( facebook.com/thebdblog24 ) আপনার ইউজারনেম যেকোন একটি পোস্টে কমেন্ট করুন।
৩) টিউনারশিপ পাওয়ার পর আপনি নিয়মিত পোস্ট করা শুরু করুন।
৪) প্রতি মাসের সর্বোচ্চ ৩ জন পোস্টকারীকে প্রতি পোস্টের মূল্য ১ টাকা হিসেবে টাকা প্রদান করা হবে। (বিকাশ, মোবাইল লোড, ডাচ বাংলা)।
৫) আয়ের সমস্থ বিবরণ সম্পর্কে অবগত থাকতে ফেসবুক পেজে এক্টিভ থাকুন। সমস্থ বার্তা কিংবা নোটিশ ফেসবুক পেজে আপডেট দেওয়া হবে।
#তৃতীয়ত টাকা পাওয়ার কিছু শর্ত সমুহঃ-
১) প্রতি পোস্টের ভিতরে আপনার ফেসবুক লিংক যুক্ত করতে হবে।
২) প্রতিটি পোস্ট করার পর তা অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলে লিংক শেয়ার করতে হবে।
৩) অবশ্যই ফেসবুক পেজে লাইক থাকতে হবে।
৪) আপনি পোস্টের ভিতরে চাইলে যে কোন প্রকার লিংক ব্যাবহার করতে পারেন কিন্তু বিষয় ভিত্তিক লিংক হতে হবে।
৫) পোস্ট করার জন্য পোস্ট করার প্রতিটা ধাপ সম্পন্ন করতে হবে। একটা ধাপ বাদ দিলে পোস্ট টি বাতিল বলে ঘোষনা করা হবে।
বিঃ দ্রঃ শর্তসমুহ পরিবর্তনশীল।