কমান্ড প্রম্পটের সাহায্যে সাট ডাউনের কারণ সম্বলিত একটি মজার বার্তা প্রদর্শন করে কম্পিউটার সাট ডাউন করুন
প্রথমে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা নিবেন। কমান্ড প্রম্পট একটি জরুরি ও শক্তিশালী কমান্ড কিন্তু আমাদের অনেকই এটি অজানা আবার অনেকে এটি বিরক্ত বোধ করেন। কিন্তু কমান্ড প্রম্পটের মাধ্যমে আমরা অনেক কাজ সহজে ও আনন্দের মাধ্যমে করি। চলুন কি করে এই বিরক্তিকর কমান্ড প্রম্পট কে মজার বিষয়ে পরিণত করা যায়।
টাইপ করুন shutdown -s -t 500 -c "I am tired. I don't want to work anymore." এবং এন্টার প্রেস করুন c সুইচ কম্পিউটার সাট ডাউন করতে কোডে ব্যবহৃত কারণ প্রদর্শনে ব্যবহৃত হয়। এই সমস্ত মজার বার্তা প্রদর্শনে এটি ব্যবহার করা যেতে পারে যেমন, Skynet has become self aware. John Connor did not stop me. You can not use your PC anymore.
কম্পিউটার সাট ডাউন থামাতে : টাইপ করুন shutdown -a এবং এন্টার প্রেস করুন।এটি যদি কাউন্ট ডাউন টাইমার ০ শূন্যতে না পৌছায় তাহলে কম্পিউটার সাট ডাউন থামিয়ে দিবে।
টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। পরবর্তী টিউন পড়ার আমন্ত্রন জানিয়ে আজকের মতো এই পর্যন্তই আবার ও দেখা হবে নতুন কোনো টিউনস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। টিউন কেমন লাগলো টিউমেন্ট করে জানাতে ভুলবেন না যেনো।
টিউনটি পূর্বে প্রকাশিত এখানেে
আমার একটি ছোট্ট সাইট আছে আপনাদের আমন্ত্রন রইল। সময় পেলে ঘুরে আসবেন।
ফেইসবুকে আমাকে পেতে
আমি মো হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I didn't like to follow. I liked being followed. Nothing is impossible if we try enough. I am the person who knows how to enjoy my life as it is the best gift everyone is given. I never give up and have an optimistic approach to all situations that can...