সবাই কেমন আছেন? আশাকরি ভালোই আছেন। আমি ও ভালোই আছি. আজকে আমি দেখাবো যে -কী ভাবে আপনে আপনার বন্ধুর আইপি এড্রেস জেনে নিবেন, এবং তাকে চমকে দিবেন। কিংবা তারক ট্রেস করে তার সঠিক ঠিকানা খুজে বের করবেন। তাহরে চলুন দেড়ি না করে দেখা যাক কি ভাবে আমরা এই কাজ টি করতে পারি।
এর জন্য প্রথমে, স্কাইপ এ লগ ইন করতে হবে।
এর পর কাউকে কল করে কথা বলতে থাকুন।
এখন টাস্কবার থেকে, টাস্ক ম্যানেজার টি ওপেন করুন।
এখন নিচের চিত্র এর মত লাল মার্ক এ ক্লিক করুন
এখন দেখুন ভিন্ন একটি উইন্ড ওপেন হয়েছে।
এখন আবারো স্ক্রিনশট দেখুন, এবং এটার মোত করে কাজ করুন।
এখানে চিত্রে দেখানে লাল নির্দেশনায় ক্লিক করুন।
সিপিউ ট্যাব এ স্কাইপ ডট ইএক্সি ফাইলটি সিলেক্ট করুন।
এর পর দেখুন নিচে অনেক গুলো আইপি এড্রেসস যাচ্ছে।
এখানে যে আইপি এড্রেস এর পাশে বেশি ডাটা শো করছে, সেটিই আপনার বন্ধুর আইপি।
এখন আপনি আইপি ট্রেস করে আপনার বন্ধুর অবস্থান সনাক্ত করতে পারবেন।
আশা করি কাজ টি আপনারা করতে পারবেন কোন সমস্যা হবে না।
কোন প্রকার ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন।আর দয়া করে কেউ কোন রকম বাজে টিউমেন্ট করবেন না। কারন মানুষ মাত্রেই ভুল হয়েই থাকে। আর একটি কথা যে কারো ক্ষতি করার জন্য এই টিউনস করিনি। টিউনস টি যদি আপনাদের কাছে ভালোলেগে থাকে একটি লাইক তো আশা করাই যায় তাই না। আর টিউমেন্টেএ জানাতে যেন ভুলবেন না।
সবাই ভালো থাকবেন। এই রকম আরো টিউন দেখতে চাইলে এখানে টেক ডট বিডি ক্লিক করুন।
আমি সাগর চন্দ্র শীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ!!! Try করে দেখবো!