কোনো Apps ছারাই ফোন নাম্বার দিয়েই দেখেনিন কে আপনাকে কল দেয়। ঠিকানা ত ফ্রিই।

আসসালামু আলাইকুম।  আমি সৈয়দ মোঃ মাহমুদ হাসান মাছুম। (Masum Scuentist)
আমার আইডি নাই  তাই আমার ভাই এর আইডি দিয়ে পুস্ট করলাম।
আজকে আমি দেখাবো কিকরে আপনি বাংলা দেশে থেকেও নাম্বার দিয়া মালিক কে খুজে বের করতে পারবেন। 😎
আর প্রথমেই বলি আমাকেই প্রতিদিন ২/৩ জন মিস কল দিয়া ডিস্টার্ব করে। কিন্তু কে কল করছে তা ত আর জা্নতাম না।
আর গোগলে হাজার হাজার Apps আছে যা দিয়া এই কাজ করা জায়। কিন্তু জারা ট্রাই করছেন তারাই আমার দুঃখ বুজছেন।
একাটাও কাজ করে না। 🙄
তাই আজকে এই বুদ্দিটা মাথায় আসলো।
তার জন্য কোনো নতুন এপ্স নাগবে না।
ত কি করবেন?
প্রথমে নাম্বারটি কপি করুন।
পরে ফেসবকে লগিন করবেন। করে সার্চ ফ্রেন্ড এ নাম্বার টা পেস্ট করে সার্চ করুন।
এবার দেখুন কার নাম আসে।
নাম ত পেয়েই গেলেন এবার About এ গিয়া ঠিকানাও পাবেন।
আর কি করবেন? এর থেকে বেসি আমি বলতে পারবো না।
আর বর্তমানে প্রায় সবাই ফেসবুক চালায়।আর প্রায় সবাই নাম্বার Add করে। তাই নাম্বার সার্চ দিলে তার আইডি পাওয়ার সম্বাবনা বেশি।
 আমি যাদের নাম্বার সার্ছ দিছি তাদের মধ্যে ১জন শুদু পাইনাই।
আর ভাই আমার একটা Blog আছে তাতে কিছু বিজিটর লাগবে, তাই ইচ্ছা হলে একবার বিজিট কইরেন
বিজিট করতে এখানে ক্লিক করুন
 আচ্ছা আজকে এখানেই বিদায়। আজকে  আমি বিজি।আর কাজ করে কিনা তা টিউমেন্ট করবেন.

 

আমি mahadi hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

all kinds of computer & software ----- virus


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালো টিউন। Thank you
এই ভিডিও টা দেখুন এতে আরও details আছে।
How To Trace Name Address Location Of an Unknown Number?
https://www.youtube.com/watch?v=gGBeY4vQ5o8&feature=youtu.be

Thanks bro

lul tune…..