আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। যেমনই থাকুন মন ভালো করার ঔষুধ নিয়ে আসলাম।
উইন্ডোজ কমান্ড প্রম্পট টুল, এবং তার কমান্ড অনেক বিরক্তিকর বা এমনকি প্রথম নজরে অপ্রয়োজনীয় মনে হতে পারে, কিন্তু যারা কমান্ড কখনও ব্যবহার করেছেন তারা বলতে পারেন সেখানে ভালবাসার অনেক আছে!
আমি গ্যারান্টি দিতে পারি যে এই বিভিন্ন কমান্ড প্রম্পট ট্রিকস এবং অন্যান্য কমান্ড প্রম্পট হ্যাক যেমন টেলনেট ও রোবোকপি আপনাকে প্রচুর আনন্দ দিতে পারে।
প্রথমে দেখি কিভাবে উইন্ডোজ-৭ এর টেলনেট আক্টিভ করতে হয়।
উইন্ডোজ-৭, ৮ এ টেলনেট ইনস্টল করা থাকে না।
চলুন দেখি কিভাবে আক্টিভ করতে হয়...
1. প্রথমে স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেল এ ক্লিক করি
2. এর পর প্রোগ্রাম এন্ড ফিচার অথবা প্রোগ্রাম এ ক্লিক করি।
3. টার্ন উইন্ডোজ ফিচার অন আর অফ এ ক্লিক করুন।
4. এবার telnet client খুজে বের করুন। এটি নিচের দিকে থাকে। ক্রল করে নিচে আসতে পারেন। টেলনেট ক্লাইন্ট চেক বক্স ক্লিক করে ok করুন। একটু অপেক্ষা করুন এটি ইনস্টল হতে ১-২ মিনিট সময় লাগতে পারে।
5.আপনি চাইলে এটি কমান্ড প্রম্পট থেকে ও আক্টিভ করতে পারেন। এজন্য নিচের কোড কপি করে কমান্ড প্রম্পট এ পেস্ট করুন এবং ইন্টার প্রেস করুন।
pkgmgr /iu:"TelnetClient"
6. এবার Run থেকে CMD টাইপ করে এন্টার প্রেস করুন।
7. এবার টাইপ করুন telnet এবার এন্টার প্রেস করুন।
8. এবার নিচের কোডটি কপি পেস্ট করুন অথবা টাইপ করে এন্টার প্রেস করুন।
open towel.blinkenlights.nl
এবার দেখুন মজা।
9. এখান থেকে বের হতে quit লিখে Enter Press করুন।
ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আবার ও দেখা হবে নতুন কোনো ট্রিকস নিয়ে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ।
আমি মো হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I didn't like to follow. I liked being followed. Nothing is impossible if we try enough. I am the person who knows how to enjoy my life as it is the best gift everyone is given. I never give up and have an optimistic approach to all situations that can...
telnet ki jinish se ta o to liklen na.. Post Korar Jonno Dhonnobad.