আস-সালামুআলাইকুম টিটি পরিবারের সবাইকে শুভেচ্ছঅ জানিয়ে অামার আজকের টিউন শুরু করছি। কেমন আছেন সবাই ? আশা কর ভাল আছেন। অনেক দিন হল টিউন লিখি না।সেই পরীক্ষার আগে লিখছিলাম, আজ পরীক্ষা শেষ হল ১ মাসের উপরে। তািই আবারও লিখতে বসলাম। আজ আমি আপনাদের সাথে আলোচনা করবে কিভাবে আপনি আপনার বন্ধুকে বুকা বানিয়ে তার ফেইসবুক একাউন্ট হ্যাক করবেন। তাহলে শুরু করা যাক। আর আগেই একটা কথা বলে রাখি ফেইসবুক সরাসরি অদৌউ হ্যাক করা যায় না। আর এই রকম টিউনে আসলে অনেকে, অনেক সফটওয়্যারের লিংক দেয়, ডাউনলোড করার পরে দেখা যায় ওটা কাজ করে না। তাই আমি এই রকম কোনো লিংক দিব না।
প্রথমেই বলে রাখি ফেইসবুক তার সিকুরিটি টা অনেক পাকাপুক্ত করে রেখেছে, তাই সাধারণ কারও পক্ষে এটা হ্য্যাক করা সম্ভব নয়। আর ফেইসবুকের কোনে ফল্ট দেখিয়ে দিতে পারলেত বিরাট প্রাইজ মানি আছে। ত বুঝতেই পারছেন।
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে আমার একাউন্ট হ্যাক হল কিভাবে, ওমুকের একাউন্ট হ্যাক হল কিভাবে। আমি বলি এটা আপনার দুর্বলাতা। আপনি যদি ফেইসবুকের ফুল সিকুরিটি ব্যবহার করেন আর সচেতন ভাবে ফেইসবুক ব্যবহার করেন তাহলে আপনার একাউন্ট হ্যাক করার জন্য আপনি যে কাউকে চ্যালেঞ্জ জানাতে পারেন। চ্যলেঞ্জ জানানোর আগে অবশ্য ফেইসবুক সিকুরিটি নিয়ে এই টিউনটা দেখে নিবেন।
ফেইসবুক হ্যাকিং এর বিভিন্ন্ পদ্বতি আছে, যেমন ফিসিং,কিলগিং, মোবাইল ফোন হ্যাকিং,ইত্যাদি। এ বিষয়ে কাশিম উদ্দিন মাসুম ভাই এর একটা টিউন অাছে ওটা দেখে নিতে পারেন।
আমি বেশি কিছু বলব না এ নিয়ে একটা ভিডিও টিউটিরিয়াল দিচ্ছি ওখানে সব বিস্তারিতভাবে আলোচনা করা হয়ে।ভিডিও টা দেখেনিবেন। ইউটুভ লিংক
https://www.youtube.com/watch?v=SP4BF1v72Kc
ভিডিও টি দেখলে আপনও সব কিছু করতে পারবেন। আর আরেক টা কথা যেটা সবাই বলে, এই টিপস দিয়ে আপনি আপনার বন্ধুর সাথে র্সবোচ্চ মজা কেরতে পারে। অন্য কোনো পথে এই পদ্বতিটা ব্যবহার না করার অনুরোধ রইল। অার ভিডিও ভাল লাগলে সাবস্ক্রিবার করূন এখানে। ধন্যবাদ সবাইকে ্।
আমি অবুঝ বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice post vai….