আসালামুয়ালাইকুম। অনেএএএক দিন পর টেকটিউনসে লিখতে বসলাম। শিরোনাম দেখেই হয়তো বুঝে গেছেন আজকে কি নিয়ে লিখবো!! তো যাই হোক সরাসরি মূল টিউনে চলে যাই।
আমি আগেই বলছি, এই পদ্ধতিতে সব WiFi হ্যাক হয় না। কিন্তু ভাগ্য ক্রমে আমার রূমে যে ওয়াইফাই টা ধরে সেটাই হ্যাক করা যায়। বলা তো যায় না, আপনার আশেপাশের ওয়াইফাইটিও তো এভাবে হ্যাক হয়ে যেতে পারে। যাই হোক,
যা যা দরকার (উপকরণ)
এই টিউটোরিয়ালে বিস্তারিতো আলোচোনা করা হয়েছে। ভিডিওতে আরো সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়া আছে।
অ্যাপ রিভিউ :
অ্যাপটির নাম Swift wifi. অ্যাপটি প্লে-ষ্টোর থেকে ৫০ মিলিওন+ বার ডাউনলোড হয়েছে। রেটিং ৪.২ অ্যাপটির নামে কিছু নেগেটিভ টিউমেন্ট থাকলেও, প্রচুর পজেটিভ টিউমেন্ট আছে।
যাইহোক। প্রথনে প্লে-ষ্টোর থেকে নিজ দায়িত্বে অ্যাপটি ইন্সটল করে নিন।
এখন ফোনের নেটকানেকশন+WiFi+GPS অন করে নিন।
দেখুন আমার ওয়াইফাইএ শুধু ১টি ওয়াইফাই আছে [ZAHID HASSAN (Secured with WPA2 WPS available)]. কিন্তু লক করা। আমরা এই ওয়াইফাই নেটওয়ার্কটি হ্যাক করবো। এবার Swift wifi অ্যাপটিতে প্রবেশ করূন।
এবার WIFI অপশনের নিচে দেখবেন ৩ টি অপশন আছে।
এখানে শুধু Free WiFi এর নিচে যদি কোন ওয়াইফাই নেটওয়ার্ক শো করে তবে শুধু সেই ওয়াইফাইটিই আপনারা হ্যাক করতে পারবেন। অন্য গুলো এই অ্যাপ দিয়ে হ্যাক করা সম্ভব না।
তো আমার এখানে ZAHID HASSAN ওয়াইফাই টি শো করছে। এখন এই ওয়াইফাই টি কানেক্ট করতে শুধু ZAHID HASSAN ওয়াইফাই এর উপর ক্লিক করলেই অটোমেইক wifi টি কানেক্ট হয়ে যাবে।
আজকে এই পর্যন্তই। ভালো লাগলে আমার YouTube চ্যানেলটি Subscribe করতে ভুবেন না।
আমি ডার্ক ফক্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।