আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন ? আশা করব ভাল আছেন।
আপনা হয়ত কেউ কেউ ভাবছেন লেখাপড়া বিষয়ক টিউন বাদে কেনই বা এমন টিউন করতে গেলাম। আরে ভাই ! আধুনিক যুগের পোলাপাইন আমরা। শুধু লেখাপড়া করলেই চলবে ? অন্য কিছুইও তো শিখতে হবে।
এর আগে আপনাদের যে টিউনটি উপহার দিয়েছিলাম ইচ্ছে হলে সেটা দেখতে পারেন।
আজকে আমি শেখাব কিভাবে Voxox এর ক্রেডিট হ্যাক করে সারা বিশ্বে সম্পূর্ণ বিনাম্যল্যে কথা বলতে পারবেন। এর জন্য আপনার যা যা প্রয়োজনঃ
১। রুটেট আন্ড্রয়েড ফোন
২। Voxox.apk
কাজের ধারাঃ
১। প্রথমে Voxox.apk ডাউনলোড করে একটা আকাউন্ট খুলে নিন।
২। এবার Root Explorer Install করুন।
৩। ওপেন করুন।
এখান থেকে Data তে ক্লিক করুন।
দেখুন আবার Data নামে আরেকটি ফোল্ডার আছে। ওখানে ক্লিক করুন।
এবার এখান থেকে com.telcentris.voxox নামের ফোল্ডারটি ক্লিক করুন।
এবার এখান থেকে shared.Prefs নামের ফোল্ডারটি ওপেন করুন।
VoxoxSessionPref.xml নামের ফোল্ডারটি চেপে ধরুন।
ওপেন উইথ Text Editor দিয়ে ওপেন করুন।
দেখুন একেবারে নিচের প্যারায় আপনার ক্রেডিট দেখাবে। সেখান থেকে ইচ্ছেমত ক্রেডিট বসিয়ে দিন।
এবার Save and Exit করুন।
এবার দেখুন VoxoxSessionPref.xml.bak নামে একটা ফাইল জমা হয়ে গেছে। ঐটা ডিলিট করে দিন।
এবার মোবাইলটা অফ করে অন করে দেখুন।
আমারটা দেখুন
বেশি লোভ করবেন না এবং বেশি ক্রেডিট নিবেন না। বেশি ক্রেডিট নিলে আপনার আকাউন্টটি ব্যান করে দিতে পারে।
যাই হোক, আজ এখানেই শেষ। কারো কোনো সমস্যা হলে আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারেন।
আইডিঃ Shahriar Kabir।
আমি শাহরিয়ার কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই যাদের ফোন রুট করা নাই তাদের জন্য কিছু দিন।আর আপনি যদি Digtone এর ক্রেডিট হ্যক করতে পারেন তবে একটু জানাবেন।