(মেগাটিউন) Voxox হ্যাক করে সারা বিশ্বে কথা বলুন সম্পূর্ণ বিনামূল্যে। আর আপনাকে মোবাইলে টাকা রিচার্জ করে কথা বলতে হবে না।

আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন ? আশা করব ভাল আছেন।

আপনা হয়ত কেউ কেউ ভাবছেন লেখাপড়া বিষয়ক টিউন বাদে কেনই বা এমন টিউন করতে গেলাম। আরে ভাই ! আধুনিক যুগের পোলাপাইন আমরা। শুধু লেখাপড়া করলেই চলবে ? অন্য কিছুইও তো শিখতে হবে।

এর আগে আপনাদের যে টিউনটি উপহার দিয়েছিলাম ইচ্ছে হলে সেটা দেখতে পারেন।

(মেগাটিউন)- আসুন যে কোন নাম্বার দিয়ে যে কাউকে কল দিই। তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। আপনি পারবেন। না দেখলে সারা জীবন পস্তাবেন।। (স্ক্রিনশট সহ)

আজকে আমি শেখাব কিভাবে Voxox এর ক্রেডিট হ্যাক করে সারা বিশ্বে সম্পূর্ণ বিনাম্যল্যে কথা বলতে পারবেন। এর জন্য আপনার যা যা প্রয়োজনঃ

১। রুটেট আন্ড্রয়েড ফোন

২। Voxox.apk

৩। Root Explorer

কাজের ধারাঃ

১। প্রথমে Voxox.apk ডাউনলোড করে একটা আকাউন্ট খুলে নিন।

২। এবার Root Explorer Install করুন।

৩। ওপেন করুন।

এখান থেকে Data তে ক্লিক করুন।

দেখুন আবার Data নামে আরেকটি ফোল্ডার আছে। ওখানে ক্লিক করুন।

এবার এখান থেকে com.telcentris.voxox নামের ফোল্ডারটি ক্লিক করুন।

এবার এখান থেকে shared.Prefs নামের ফোল্ডারটি ওপেন করুন।

VoxoxSessionPref.xml নামের ফোল্ডারটি চেপে ধরুন।

 

ওপেন উইথ Text Editor দিয়ে ওপেন করুন।

দেখুন একেবারে নিচের প্যারায় আপনার ক্রেডিট দেখাবে। সেখান থেকে ইচ্ছেমত ক্রেডিট বসিয়ে দিন।

এবার Save and Exit করুন।

এবার দেখুন VoxoxSessionPref.xml.bak নামে একটা ফাইল জমা হয়ে গেছে। ঐটা ডিলিট করে দিন।

এবার মোবাইলটা অফ করে অন করে দেখুন।

আমারটা দেখুন

বেশি লোভ করবেন না এবং বেশি ক্রেডিট নিবেন না। বেশি ক্রেডিট নিলে আপনার আকাউন্টটি ব্যান করে দিতে পারে।

যাই হোক, আজ এখানেই শেষ। কারো কোনো সমস্যা হলে আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারেন।

আইডিঃ Shahriar Kabir

Level 1

আমি শাহরিয়ার কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ক্রেডিট দেখায় ঠিকই তবে সেই ক্রেডিট দিয়ে কল করা যায় না । আউল ফাউল টিউন করা থেকে বিরত থাকুন

কাজ করলো না প্রথমে দেখাইলো ১০০ ডলার পরে কল দিলাম তখন বলে ব্যালান্স ইন্সাফেসিয়ান্ট ।

আগেই বিলেছিলাম বেশি লোভ করবেন না @ সুদীপ সরকার ।
অল্প অল্প ডলার দিয়ে ট্রাই করুন @ Unicorn Saikat

    শুনেন ভাইয়া, অল্প বিদ্যা ভয়ঙ্করী । আমি ১.৭০ ডলার নিয়েছিলাম। আর লোভ এর কি দেখলেন ?? এই রকম এক টা Process আমি Youtube এ প্রায় ১ বছর আগে দেখেছিলাম । তবে ট্রাই করে দেখিনি। তবে আপনার টিউন এ আপনি খুব ভাল ভাবে গুছিয়ে লিখেছেন বলে মনে করলাম , হয়ত সত্যিই কাজ করে। তবে আমি এই টা চেস্টা করে বিফল হলাম এবং এই বিষয় এ Youtube এ ঘাটা ঘাটি করলাম । সব গুলাই ফেক ।

কিছুই হবে না, ১ ডলার নিলেও কথা বলা যাবে না

ভাই,Android hd compressed games নিয়ে একটা টিউন করলে আমরা যারা game খেলতে ভালবাসি তাদের জন্য অনেক উপকার হয়। compressed game বলছি এই কারণে আমাদের এখানে ব্রডব্যান্ড কানেকশন নাই।তাই গেইম গুলো ডাউনলোড করতে পারি না।তাই compressed হলে ভাল হয়।

আমি বিদেশে ১ মিনিট কথা বললাম। টাকাও কাটলো না আবার ডলার ও কাটলো না। পরে সব টাকা কেটে নেবে নাকি?

ভআই আপনার ২জি কেন?