(মেগাটিউন)- আসুন যে কোন নাম্বার দিয়ে যে কাউকে কল দিই। তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। আপনি পারবেন। না দেখলে সারা জীবন পস্তাবেন।। (স্ক্রিনশট সহ)

আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন ? আশা করব ভাল আছেন।

আপনা হয়ত কেউ কেউ ভাবছেন লেখাপড়া বিষয়ক টিউন বাদে কেনই বা এমন টিউন করতে গেলাম। আরে ভাই ! আধুনিক যুগের পোলাপাইন আমরা। শুধু লেখাপড়া করলেই চলবে ? অন্য কিছুইও তো শিখতে হবে।

 

যাই হোক সতর্কতার জন্য বলি, এই টিউনটি শুধুমাত্র শেখানোর উদ্দেশ্যে করা। কেউ এর অপব্যবহার করলে তার জন্য আপনিই দায়ী থাকবেন।

এর জন্য আপনার যা যা প্রয়োজনঃ

১। একটি আন্ড্রয়েড রুটেট ফোন

২। Dingtone (ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।)

৩। Hack appdata.apk (ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।)

কাজের ধারাঃ

১। প্রথমে Dingtone ডাউনলোড করে আপনার নাম্বার দিয়ে Sing up করুন। Sing up করলে আপনি ১৫ ক্রেডিট পেয়ে পাবেন। পরবর্তীতে প্রতিদিন Daily Check, app Download করে ক্রেডিট বারাতে পাবেব।

২। Hack appdata.apk ডাউনলোড করে ওপেন করুন।

 

Agree তে ক্লিক করুন।

এবার Hack User app এ ক্লিক করুন।

রুট পারমিশন চাইলে রুট পারমিশন দিন।

এবার এখান থেকে Dingtone Click করুন।

 

এবার Preference এ ক্লিক করুন।

এবার এখান থেকে Local_info তে ক্লিক করুন।

এখান থেকে আপনার নাম্বারটি খুজে বের করুন  এবং যে নাম্বার দিয়ে কল করবেন সেই নাম্বারটি বসিয়ে সেভ করুন।

আবার নিচে আসুন, দেখবেন আরেক জায়গায় আপনার নাম্বার আছে। সেখান থেকেও এডিট করে যে নাম্বার দিয়ে কল দিবেন সেই নাম্বারটি বসান।

 

লক্ষ্য রাখবেন দুই নাম্বার যেন একই হয়।

ব্যাস, কাজ শেষ। এবার Hack appdata থেকে বেরিয়ে এসে মোবাইল একবার বন্ধ করে খুলুন। এবার Dingtone থেকে ডায়াল প্যাড বের করে কল দিন এবং ম্যাজিক দেখুন।

আমি আবারো বলছি, এটা শুধু শিক্ষামূলক টিউন। কেউ এর অপব্যবহার করলে এর জন্য আমি দায়ী থাকব না।

কারো কোনো সমস্যা হলে আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পাবেব।

আইডিঃ শাহরিয়ার কবীর জীবন

আজকে এখানেই শেষ। আবার হাজির হব কোন শিক্ষামূলক টিউন নিয়ে।

 

Level 1

আমি শাহরিয়ার কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।

jey nymber dey oira jayna kno?

jey nymber dey oita jayna kno?

সব কিছু ঠিক থাকলে অবশ্যই যাবে । মোবাইল টা অফ করে অন করে দেখুন ।