আস্লামুওলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়াই ভালো আছি।
আশা করি আপনারা সঠিক ভাবে আমার টিপস টা কাজে লাগাতে পারলে আনলিমিটেড ফ্রী ইন্টারনেট চালাতে পারবেন। এর জন্য যা যা আপনাকে করতে হবে তা নিচে আমি বলবো।এই টিপস ব্যবহার করে আমিও আনলিমিটেড রবি ফ্রী ইন্টারনেট চালাচ্ছি।
যাই হোক এখানে আমরা পিডি প্রক্সি সফটয়ার ব্যবহার করছি। কারন UDP এর ৫৩ নম্বর পোর্ট খোলা আছে। এই পোর্ট দিয়েই সারভার কানেক্ট করতে হবে। এখানে Your Freenome software ও ব্যবহার করা যায় কিন্তু এর ভিপিএস স্পিড ভালো নয়।
তাই পিডি প্রক্সি ব্যবহার করছি। হ্যা তবে এত আপনি সর্বচ্চ একটা একাইন্ট থেকে ১০০ এমবি ব্যবহার করতে পারবেন কিন্তু হেব্বি স্পিড।
তো শুরু করা যাক।।
প্রথমে পিডি প্রক্সি ডাউনলোড করুন। এবং একাউন্ট করুন
এরপর আপনি যেখান থেকে পিডি প্রক্সি লাঞ্চ করতেন সেখান এ চলে আসুন। এসে নিচের পিকচার এর মত কাজ করুন
৩।TAP Drivers Uninstall করা হলে পিডি প্রক্সি এর ওই ফাইল গুলা ডিলিট করে ফালুন।
৪।পুনরাই আবার পিডি প্রক্সি জিপ ফাইল থেকে এক্সত্রাক করে নতুন করে ডেক্সটপ এ /অন্য কোন ড্রাইভ এ রেখেও কাজ করা যাবে।
৫।এরপর এক্সত্রাক করা ফোল্ডার এ যান।অখান থেকে পিডি প্রক্সি লাঞ্চ করুন।।নিচের পিকচার এর মত সম্পূর্ণ নতুন ইনডেক্স দেখাবে।।
৬।এবার আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে এবং সার্ভার এ ডেমো সার্ভার ১ ও প্রটোকল এ ICMP সিলেক্ট করে কানেক্ট দিন।।
দেখবেন কানেক্ট হয়ে গেছে। এবার দেখুন ডাউনলোড স্পিড
কোন সমস্যা হলে টিউমেন্ট করুন।
আমি ইমন মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vai , Pd proxy use kore onno kono sim Gp ba banglalink e kaj kore na??