এবার Candy Crush Saga Facebook এ নিয়ে নিন আনলিমিটেড লাইফ, গোল্ড বার আর বুস্টার [সবচেয়ে সহজ উপায়ে]

Candy Crush Saga, গেমটি খেলেননি বা খেলতে পছন্দ করেননা এমন লোক খুব কমই পাওয়া যাবে। যারা এখনো খেলেননি, তাদেরকে বলছি... একবার খেলে দেখুন, নেশা ধরে যাবে।

কিন্তু ঝামেলাটা হবে তখনই, যখন দেখবেন আপনার বন্ধুরা আছে এপিসোড ১০ এ, আর আপনি এখনও এপিসোড ২ শেষ করতে পারছেন না। অথবা আপনার বন্ধুর স্কোর যেখানে ২,০০,০০,০০০ আপনার স্কোর তখন ২০,০০০। কারন কি? কারন আপনার কাছে পর্যাপ্ত লাইফ, বুস্টার বা গোল্ড বার নেই।

 

এইসব সমস্যার সমাধান করতে আপনাদের জন্য আজ নিয়ে ্এলাম আনলিমিটেড লাইফ, বুস্টার আর গোল্ড বার।

তাই এখন থেকে লেভেল শেষ হবে দ্রুত আর স্কোর হবে সবচেয়ে বেশি। আপনার বন্ধুকে দেখিয়ে দিন আপনিও পারেন new king level এ পৌছে যেতে।  😉

 

চাপাবাজি বহুত করছি, এইবার চলেন কাজ শুরু করি..

 

[এ কাজটা করার জন্য আমরা একটা add-ons ব্যবহার করব যা শুধু মজিলা ফায়ারফক্সে কাজ করে। অন্য কোন ব্রাউজারে হবে না।]

 

কার্যপদ্ধতি:

১. মজিলা ফায়ারফক্স open করুন

২. আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকুন এবং Candy Crush Saga গেমটি চালু করুন

আমার গোল্ডবার আর লাইফ দেখুন

৩. এবার এখানে ক্লিক করুন

৪. বক্স চিহ্নিত Install Extension এ ক্লিক করুন।

৫. অন্যান্য add-ons এর মতই এটি install করুন

৫. এবার ফায়ারফক্স রিস্টার্ট করে গেমটি open করুন আর দেখুন যাদু

 

তো, আর কি!!!

শুরু কইরা দেন কোপাকুপি  🙂

[এই টিউনটির ভিডিও টিউটরিয়াল রয়েছে ইউটিউবে। ভিডিও টিউটরিয়ালটি দেখতে চাইলে এখানে ক্লিক করুন।]

আমি নতুন মানুষ। তাই ভুল হইলে মাফ কইরা দিয়েন।

ভাল থাকবেন সবাই। টা টা

 

 

Level 0

আমি মাজহারুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস