Hi বন্ধুরা, সবাই কেমন আছেন। টিটিতে এটা আমার ৫ম টিউন। ইদানীং আমার ফেসবুকে বেশির ভাগ-ই অনুরোধ আসছে ফেইসবুক সংক্রান্ত ঝামেলার সমাধানের জন্য। যেমনঃ ভাইয়া আমার আইডি হ্যাক হয়ে গেছে, আমার আইডি লোক হয়ে গেছে, আমার আইডি ডিজেবল হয়ে গেছে ইত্যাদি। কিন্তু সর্বাধিক অনুরোধ এসেছে 'হ্যাকিং' সংক্রান্ত! কিছু আইডি রিকভার করা গেলেও অনেক আইডি রিকভার করতে গেলে লক হয়ে যায়। তাই আমি আজ হ্যাকিং সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। যা যথাযথভাবে পালন করলে হ্যাকিং থেকে বাঁচাতে পারবেন আপনার ফেইসবুক একাউন্ট।।।
★পিশিং: পিশিং (অনেকে ফিশিং নামে চিনেন) হচ্ছে কারো আইডি হ্যাক করার প্রধাণ অস্ত্র। যা ১টি ফাঁদ! অনেকেই ভাবছেন পিশিং এর বেপারে সবাই এখন জানে, এই ফাঁদে কেউ আর পা দেয় না। কিন্তু না, ৯৫% আইডি হ্যাক হয় পিশিং এর মাধ্যমে। '১টা পিশিং পেইজ বানিয়ে লিংক পাঠিয়ে দিলো, আর ঐ লিংক এ ক্লিক করে ইমেইল পাসওয়ার্ড দিলেই আইডি হ্যাকড!' শুধু এটাই পিশিং না। পিশিং এর অনেক দিক আছে। এখন নোংরা হ্যাকার রা বিভিন্ন ভাবে ফাঁদ তৈরি করছে।
***ইমেইল পিশিং: এটা কয়েক রকম হতে পারে। ১টা লিংক দিবে যেটা ইমেইল সাইন ইন পেইজের মত। ইমেইল আর পাস দিয়ে লগইন করলেই ইমেইল হ্যাকড! ইমেইলে FB, Twitter, Youtube, Website, যা যা আছে সব হ্যাকড! আরেকটা পিশিং আছে, যেটার শিকার নতুন হ্যাকার রা হয়ে থাকে। যেমনঃ "কেউ বলবে হ্যাকিং শিখুন বা অন্যের ইমেইল হ্যাক করুন। ১টা ইমেইল দিয়ে বলবে এটা emailstuf@****.com ইমেইল এর ক্রুদের বা স্টাফদের আইডি। এখানে আপনার ইমেইল আর পাসওয়ার্ড ও যার আইডি হ্যাক করবেন তার ইমেইল লিখে মেইল পাঠান... ব্লাহ ব্লাহ ব্লাহ অনেক কাহিনী লেখা থাকবে।" ওই ইমেইল টি নোংরা হ্যাকারের থাকবে। মেইল পাঠালেই নোংরা হ্যাকারের কাছে চলে যাবে আপনার পাসওয়ার্ড! সো ইউ হেভ বিন হ্যাকড! পিশিং মানেই ফাঁদ! যেখানে লোভনীয় বা আশ্চর্যজনক কিছু দেখবেন, সেটাই ফাঁদ! আমাদের দেশে বেশির ভাগ আইডিই পিশিং এর শিকার হয়, নট হ্যাকিং! পিশিং এর আরোও দিক আছে, আমি চাইলেই আরোও অনেক তথ্য লিখতে পারি হ্যাকিং এর বেপারে।
তাই কিছু তথ্য দিচ্ছি, মেনে চললে আইডি হ্যাক হওয়া থেকে বাঁচতে পারবেন ইনশাল্লাহ!
১. অনেকেই আছেন নিজের নাম, জন্ম তারিখ, জন্ম সাল, ফোন নাম্বার, গ্রামের নাম, জানুর নাম দিয়ে পাসওয়ার্ড দেন। এতে করে নোংরা হ্যাকার রা কয়েক বার গেজ বা অনুমান করে আপনার আইডি তে এক্সেস করতে পারবে! তাই যেকোন কিছুর পাসওয়ার্ড শক্ত দিন। উদাহরণঃ আপনার নাম Rahat Bappy. তাহলে এই নাম দিয়েই আপনি শক্তিশালী পাসওয়ার্ড বানাতে পারবেন, Rahat bappy (সাধারণ)= r@[email protected]!(শক্তিশালী)। মোট কথা পাসওয়ার্ড যাই-ই দেন, সাথে(!? #*@) টাইপের সিম্বল দিবেন....
২. ইমেইল বা ফেইসবুক একাউন্টের সাথে এড করা ফোন নাম্বার গুলো সাবধানে আর নিরাপদে রাখুন। পারলে অব্যবহিত বা কেউ জানে না এমন নাম্বার এড করুন। কেনন, নোংরা হ্যাকার রা আপনার ইমেইল বা এফ বি আইডি রিসেট পাসওয়ার্ড দিয়ে আপনার ব্যাবহৃত নাম্বার থেকে কোড নিয়ে আইডি হ্যাক করতে (এক্ষেত্রে আপনার পরিচিত ব্যক্তিরাই করবে)।
৩. সাইবার ক্যাফে, ফ্রেন্ডের পিসি, ফ্রেন্ডের মোবাইলে, অপরিচিত সাইটে লগইন করার আগে পেইজ টি রিলোড দিন অথবা এড্রেস বারে url চেক করে দেখুন। এবং কাজ শেষ হলে নিজের পিসি বা মোবাইলে লগইন করে Recognized Devices, Active Sessions গুলো রিমুভ করুন।
৪. ঘন ঘন পাসওয়ার্ড চ্যাঞ্জ করুন।
৫. লগইন এপ্রোভাল এবং এলার্ট অন করুন।
৬. Trusted Contacts এ পরিচিত বিশ্বস্ত বন্ধুদের এড করুন।
৭. Security Question এড করলে What's city or town your mother born বা what's your grandfather's occupation না দিয়ে what's yoyr grade school teacher's last name দিন, পারলে বড় এবং কঠিন নাম দিন।
৮. প্রতিদিন কমপক্ষে ১বার লগইন করুন।
৯. প্রতিদিন ইমেইল চেক করুন।
১০. প্রতিদিন সেটিংস চেক করুন।
এগুলো আপনার আইডি কে ১০০% রক্ষা করবে।
এবার তাহলে টিউটোরিয়ালটি দেখতে বসে যান। টিউটোরিয়ালের ব্যাপারে কারো কোনো টিউমেন্ট থাকলে অবশ্যই সেটা জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ, ভবিষ্যতে এরকম আরও ইন্টারেস্টিং টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দিতে পারি সে জন্যে সবাই দোয়া করবেন।
YouTube: Hridoy Multimedia
Facebook: https://www.facebook.com/hridoy.multi
আমি সাহারিয়ার হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সুন্দর পোষ্ট ভাই