ডিজিটাল বাটপারি (আমি শিকার) সবাই দেখুন এবং সাবধান হন

সবাই জানে এমন কি আমিও যানি COC হ্যাক করা যায় না।

তবুয় আপনি খেয়াল করবেন অনেক গ্রুপে দেখা যায় (কার কারFree  Gems লাগবে ইনবক্স মি। আমি ফ্রিতে আপনাকে Gems দিবো। কোনো বাটপারি বা চিটারি না।) এরকম অনেক রকম টিউন।

আপনি যখন ইনবক্সে তার সাথে কথা বলবেন তখন আপনার সাথে বিভিন্ন কথা বলে আপনার মন জয় করবে।

তার পার আপনাকে একটা ইডিটিং ফটো দেখাবে।

যাতে

  1. Th:10

  2. Gems:764795

    বা অন্য রকম। মানে বেশি থাকবে। তার পর আপনাকে বলবে আপনার Coc নাম দিন। কিছুক্ষণ পর এসে বলবে এই নামে অনেক গুলা আইডি আসতেছে আপনার কোনটা বুঝতেছিনা।

আপনার ইমেইল টা দিন। দিতে না চাইলে বলবে থাক লাগবে না।

আপনাকে হেল্প করে লাভ নাই। আমার কাজ আছে আমি যাচ্ছি।

তারপার আপনি এমনিতেই দিতে চাইবেন কারন আপনাকে প্রুপ দেখিয়েছে।

ইমেইল দেবার পর  ১০ মিনিট পর দেখেন। ১০ মিনিট পর বলবে। Coc টা রিইনেষ্টল দিন। তার পর Game এ লগিং করুন। দেখবেন gems.

এটা বলে আপনি ব্লক। 😯   তার পর যা হওয়ার তাই হইছে। 😉
.
.
.
.
আজ সকালে এই রকমই কাহিনি হইছে। নিচে তার ফটো fb Id মেবাইল নাম্বার। দেওয়া আছে। আর আমাকে হেল্প করুন। ওর মোবাইলে আমার Google একাউন্ট লগিন করা রয়েছে। কিভাবে লগআউট করবো। হেল্প মি।

 

  1. Sadman Ur Rahman Sr

  2. 01874480143

কেউ কিছু করতে পারলে করেন।

.

.

.

.

 

Level 1

আমি ফাত্তাইন নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারন মানুষ। জানতে বেশি ভালবাসি। তা যদি হয় প্রযুক্তি বিষয়ক। তাহলে তো কথাই নেই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জিমেইল এর পাসওয়ার্ড টা চ্যাঞ্জ করোন ,, তাহলেই, ওখান থেকে এমনিতেই লগআউট হয়ে যাবে।।।

    জি না ভাইয়া.. এত সহজ না । ভাল Hacker হলে এমনিতেই System Data থেকে Cookie চুরি করতে পারবে

আপনি Desktop দিয়ে Google এ লগ ইন করুন . তারপর My Account এ যান। সেখান থেকে Sign-in & security তে যান ।এইবার Device activity & notifications থেকে আপনার Device বাদে সব ডিভাইস রিমুভ করে দিন। এইবার আপনি Fresh একটা Password দিয়ে দিন । আর ভয় নাই

ঠিক বুঝলাম না, শুধু ইমেইল দিসেন তাতেই হ্যাক হইল ক্যম্নে ?? সাথে পাসওয়ার্ডও দিসিলেন নাকি ?