আসসালামু আলাইকুম, সবাই ক্যামন আছেন ? নিশ্চয় ভাল আছেন, আর ভাল থাকতে হবে, কারন আজ আমি আপনাদের কে আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ে আপনাকে ভাল থাকতে হবে।
তাই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন, আজকে আমার বিষয় হচ্ছে হ্যাকিং।
আর হ্যাকিং কে না শিখতে চাই ? যদি কিছু হাক করা যাই তাহলে নিজে বিরাট কিছু মনে করা যাই, তাই হ্যাকিং সেখার জন্য আনেক চেষ্টা করেছি, গুগলে আনেক সার্চ দিয়েছি কিন্তু বাংলা কোন হ্যাকিং বই পাইনি, ইংলিশে ও খুজেছি কিন্তু ভাল কিছু পাইনি। সব ধুনপুন। তারপর ও চেষ্টা চালিয়ে গেছি। দেখা যাক যদি কিছু পাওয়া যাই কিনা। কথাই আছে না কষ্টই করলে কেষ্ট মিলে, ঠিক তাই হল। অবশেষে একটা ইবুক পেলাম,
ইবুক টা এখানেঃ হ্যাকিং বাংলা বই.pdf
যার মধ্যে আছে=
সহ আরও আনেক বিষয়ে হ্যাকিং।
অনেক খুজেও এই ধরনের বই পাওয়া জাইনা, তাও আবার বাংলাতে! এত একেবারে সোনার হরিনের মত। কিন্তু শুধু স্বার্থপরের মতো নিজের কাছে রেখে কি হবে ? ? তাই আপনাদের কাছে শেয়ার করে দিলাম।
যদি আপনাদের কাজে লাগে তাহলে আজ আমার টিউন সার্থক।
আজ তাহলে এই পর্যন্ত সবাই ভাল থাকবেন,
আল্লাহ হাফেজ।
আর USD $ নয়, এবার অনলাইন থেকে আয় করুন EURO € খুব সহজেই
আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।