বাংলায় হ্যাকিং শেখার অসাধারণ একটি টিউটোরিয়াল ইবুক! তাড়াতাড়ি নিয়ে নিন (এক্সক্লুসিভ)

হ্যাকিং শিখতে কে না চায়? আমারও একসময় শখ জাগছিলো হ্যাকার হওয়ার। অনেক আশা নিয়ে নেটে সার্চ দিলাম, সব আশায় গুরেবালি (!) অনেক সার্চ করেও বাংলা হ্যাকিং এর কোন ভাল টিউটোরিয়াল পেলাম না :(যাই হোক, এরপরে আমি আবার কিছুদিন চেষ্টা চালালাম ইংলিশে কিন্ত তেমন একটা লাভ হলোনা।

কিছুদিন আগেই হঠাত করে একটা ইবুক পাই। এই ইবুকটা লেখা হয়েছে সম্পূর্ণ হ্যাকিং এর উপরেই ডিপেন্ড করে! এখানে সম্পূর্ণ খাঁটি বাংলায় ওয়েবসাইট হ্যাকিং, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং, এসকিউএল হ্যাকিং, ডাটাবেজ হ্যাক সহ আরও অনেক বিষয় বিস্তারিত ভাবে শেখানো হয়েছে! নিঃসন্দেহে অসাধারণ একটি বই।

অনেক খুজেও এই ধরণের বই সচারচর পাওয়া যায়না, তাও আবার বাংলাতে! এতো একেবারে সোনায় সোহাগা। কিন্তু, শুধুমাত্র স্বার্থপরের মতো নিজের কাছে রেখে কি হবে?? তাই শেয়ার করে দিলাম আমার প্রান প্রিয় টিউনার ভাইদের মাঝে।

দেরী না করে তাড়াতাড়ি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন বইটি।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন 

আজকে এখানেই শেষ। যাচ্ছি কিন্তু যাচ্ছি না! ফিরে আসবো আবার নতুন কোন কাজের টিউন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন এবং সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

প্রিয় সেই সময়গুলি

অনেকগুলো দিন গিয়েছে চলে

অনেকটা সময় হয়েছে অতিক্রান্ত,

লাভ-লোকসানের হিসাব করে

আজ আমি বড়ই পরিশ্রান্ত!
কি হবে এই হিসেব মিলিয়ে?
কি হবে আর অঙ্ক কষে?
গুন, ভাগ আর যোগ করে
মিললো না কিছুই অবশেষে!
অতীতের পানে চেয়ে দেখি
সবকিছুই আজ স্মৃতি।
ভবিষ্যতের পানে চেয়েও তো
পেলাম না আশার জ্যোতি!
শৈশবের সেই বন্ধুদের আআর
পাই না তো খুঁজে আমি,
এখন বুঝি বাল্যবন্ধুরা ছিল
আমার কাছে কত দামী।
স্কুল প্রাঙ্গনে ছোটবেলা সবে
খেলাধূলা করেছি কত
তাই দেখে বলতো সবাই
‘এরা চঞ্চল কেন এত?’
মনে পড়ে যায় শৈশবের কথা
হাসি আনন্দের দিনগুলি-
চোখের নিমিষে হারিয়ে গেল
প্রিয় সেই সময়গুলি!

Level 0

আমি রণ তূর্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস