ব্লগার ড্রাফটে আসার পর অনেক ফিচার দিয়েছে। এর মধ্যে একটি হল স্ট্যাটিক পেজ। কিন্তু সমস্যা হচ্ছে ১০ টার বেশি আপনি পেজ বানাতে পারবেন না। কিন্তু ধরেন আপনার দরকার ২০ টা পেজের। এতগুলো লাগে না তারপরও ধরে নিলাম আপনার ২০ টা পেজ লাগবে।
সেই অবস্থায় আমরা ব্লগারকে বোকা বানাব। মানে পেজ হ্যাক করব। আসলে ব্যাপারটা খুবই সোজা শুধু একটু চিন্তা করতে হবে। তাহলে আমরা চিন্তা শুরু করি। প্রত্যেকটা পোস্ট এবং পেজের আলাদা আলাদা আইডি থাকে। এই জিনিষটাকে নিয়ে আমাদের খেলা করতে হবে ব্লগারের সাথে।
প্রথমে একটা পেজ তৈরী করি।পাবলিশ করি। তারপর EDIT লেখেতে right click করে লিঙ্কটা কপি করি।
http://draft.blogger.com/page-edit.g?blogID=xxxxxxxxxxxxxxxxxxx&pageID=xxxxxxxxxxxxxxxxxxx এই লিঙ্কের মত। এখন আমরা পেজটাকে ডিলিট করে দিব। এভাবে আমাদের যতগুলো পেজ দরকার ততগুলো লিঙ্ক নিব আর ডিলিট করে দিব। তারপর ঐ লিঙ্কগুলো new tab এ খুলে দরকার মত পাবলিশ করে দিব।
আমি মোট তেরটি পেজ বানিয়েছি দেখুন এই ছবিতে। ব্লগারের কোনো ঠিক নাই কবে এই জিনিসটা বন্ধ করে দেয়! তাই বানিয়ে রাখুন অনেকগুলো পেজ পরে দরকার হলে শুধু edit করে পাবলিশ করে দিবেন। আর যদি পেজ গেজেট দিয়ে থাকেন তাহলে যে পেজগুলো দরকার নেই সেগুলো unselect করে দিন। ব্যস হয়ে গেল।
আমি মর্নিং স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I'm a bad boy - Me
আসলেই দারুন পদ্ধতি।
ধন্যবাদ শেয়ার করার জন্য।