ধরুন কখনো আপনার wp ব্লগটি হ্যাক হল বা তার পাসওয়ার্ড ভুলে গেলেন কিন্তু তার পাসওয়ার্ড রিসেটও করা যাচ্ছে না বা রিসেট করা সময় সাপেক্ষ ব্যাপার। তখন একটাই উপায় থাকে তা হল ডেটাবেজ থেকে পাসওয়ার্ড পরিবর্তন।
আর এজন্য আপনাকে প্রথমে আপনার হোস্টিংয়ে গিয়ে ডেটাবেজ এর এডমিনে যেতে হবে। সেখানে গিয়ে ডেটাবেজের টেবিল গুলো থেকে wp-user ওপেন করুন (ছবিতে দেখানো আছে)।
এখানে গিয়ে এডমিন বা যে আইডির পাসওয়ার্ড পরিবর্তন করবেন তার এডিট অপশনে ক্লিক করুন (ঠিক ছবিতে যেখানে দেখানো আছে)।
এবার যে পেজটি এল তাতে user_pass এর function এর ড্রপডাউন মেন্যু থেকে MD5 সিলেক্ট করুন। আর তার সামনের বক্সটিতে নতুন পাসওয়ার্ড দিন এবং go তে ক্লিক করুন।
এবার দেখুন হয়ে গেল পাসওয়ার্ড পরিবর্তন আর এ পদ্ধতিতে আপনি ডেটাবেজ থেকে ইমেইল বা আইডি ও পরিবর্তন করতে পারেন।
আজ একটু অসুস্থ থাকায় সারাদিনই বাসায় আর এজন্য শুয়ে বসে থেকে কোন কিছুই যখন ভাল লাগছিল না তাই খুব ছোট করে হলেও একটি টিউন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে কিছুটা আড্ডা দেয়ার জন্য। আর কষ্ট করে আমার এই ফালতু টিউনটি পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওয়াও!! চরম শাকিল ভাই !! চরম হইছে। শাকিল ভাই ইউ আর দ্যা বেস্ট। অনেক সুন্দর টিউন হইছে। নিয়মিত টিউন চাই। বেস্ট ওফ লাক।