আমরা জানি কম্পিউটার দিয়ে হ্যাকিং করার জন্য ইন্টারনেটে হাজার হাজার টুলস আছে। কিন্তু আপনি আপনার শখের এন্ড্রয়েড দিয়ে কিছু হ্যাক করার জন্য তেমন টুলস পাবেন না তাই এই নিয়ে তেমন একটা টিউন ও করা হয়না…
আজকে আমি যে টুলস টি নিয়ে টিউন করবো এটি হ্যাকার দের জন্য একটি চরম টুলস হিসেবে কাজ করবে তাদের এন্ড্রয়েড ডিভাইসের জন্য।এত এমন কিছু ফিচার আছে যা আসলেই তারা অনেক মজা পাবে কারন তারা এই পর্যন্ত মনে হয়না এইরকম টুলস ইউস করতে পেরেছে এন্ড্রয়েড দিয়ে…স্ক্রিপ থেকে শুরু ফেসবুক,টুইটার,ওয়েবসাইট,সার্ভার সকল কিছু এর মাধ্যমে মেইন্টেইন করা যাবে।এমন কি কোন ওয়েবসাইটের ভার্নাবল খুজার জন্য এটি অন্যতম টুলস হিসেবে কাজ করবে।
বর্তমানে হ্যাকিং টুলস হিসেবে এন্ড্রয়েড ভার্সনের জন্য একমাত্র এই টুলসটি আমার দেখা মতে সবচেয়ে কার্যকরি এবং অনেক চরম চরম ফিচার আছে এতে। এই টুলসটি দিয়ে এমন কিছু করতে পারবেন যা আপনি কখনো কল্পনা ও করতে পারেন নি যে এন্ডয়েড মোবাইল দিয়ে এমন কিছু করা যেতে পারে…
এছাড়া যারা হ্যাকিং পারেন না তারা ও এই অটোমেটেট এপস টি দিয়ে হ্যাকিং এর মজা লুটতে পারেন।
কারন এখানে সবগুলা অপশনের সাথে সাথে আপনাকে ম্যানুয়াল দেওয়া আছে…যার কারনে নতুন রা তাদের হ্যাকিং করার স্বপ্ন পূরন করতে পারেন…
সত্যি বলতে কি আমি এখনো কাউকে দেখিনি এটির মত একসাথে অনেক গুলো অপশন একসাথে রাখতে তাদের টুলসে যা এক কথায় অসাধারন।
আমি নীচে কিছু স্ক্রিনসর্ট দিব যাতে এর ভিতরকার কিছু তথ্য পেতে পারেন। এছারা এটির একটা সিক্রেট অপশন আছে ফেসবুক হ্যাক করার…(বিশেষ দ্রঃ এখানে বলে রাখা ভাল ফেসবুক হ্যাক বলতে বুঝিয়েছি আপনি এই টুলসটি আপনার ডিভাইসে ইন্সটল থাকলে কিছু এক্সট্রা ইনফরমেশন পাবেন যা হ্যাকার রা ফেসবুক হ্যাকের সময় প্রয়োজন পড়ে।)
কিছু স্ক্রিনসর্ট
আমি আবার আপলোড করবো তারপর আপনাদের দিব এই ঝামেলা না করে সরাসরি সাইটের লিংক দিয়ে দিয়েছি আপনাদের যাদের যাদের প্রয়োজন তারা এখান থেকে ডাওনলোড করে নিতে পারেন।
আমি আল আমিন সজ্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ডাউনলোড লিংক কাজ করতেছে না। প্লিজ ভাইয়া ঠিক করেন।