আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন। এটা টেকটিউনস এ আমার ১ম টিউন তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাক আর কথা বাড়াব না। আমি আজকে আপনাদের শেখাব কি করে এন্ড্রয়েড এ স্প্রিড মিটার হ্যাক করা যায়। এই কাজের জন্য আমাদের এক টি সফটওয়ার এর দরকার হবে। আর হ্যা আপনার ফোন টি তে অবশ্যই রুট এক্সেস থাকতে হবে। যে এপস টি দিয়ে আমরা কাজ করব তার
Name :: Hack App Data
Size :: 1.8 MB
varsion :: 1.2.5
ডাউনলোড করে ইন্সটল করুন। এবার এপ্স টা ওপেন করুন। একটা পেজ দেখতে পাবেন এবার user apps সিলেক্ট করুন। এবার লিস্ট শো করবে। নিচ থেকে spped metar সিলেক্ট করুন। এবার একটা পেজ পাবেন। preference এ ক্লিক করুন। তারপর ndate এ ক্লিক করুন। এবার আমরা মেইন পেজ পাব। সবুজ চিহ্ন দেয়া অংশ হল Date আর লাল টা হল MB ইউজেস এর পরিমাণ।(চিত্র নিচে) এবার যে তারিখ এর এম্বি এর পরিমান বাড়াতে চান তাতে ক্লিক করুন। একটা বক্স পাবেন। এম্বি এর পরিমানইচ্ছা মত লিখুন। যত লিখবেন ততই দেখাবে। কিন্তু ১০ জিবি এর উপরে লিখলে ধরা পরে যেতে পারেন। আমি ৯৮৭৬.০০০ লিখলাম এবার সেভ এ ক্লিক করুন। ৩ সেকেন্ড অপেক্ষা করুন। success লেখা আসার পর এপস টা মিনিমাইজ করে বের হয়ে আসুন। দারান ভাই এখনি কাজ শেষ হয় নি। খবরদার internet speed মিটার এখন ভুলেও অপেন করবেন না। অপেন করলেই পুরো কাজ জলে যাবে। আবার করতে হবে। এবার আপনার ফোনের setting - apps - এ গিয়ে speed metar এ ক্লিক করুন। Force Stop এ ক্লিক করুন এবং ওকে করুন। এবার মিনিমাইজ করা সকল এপস রিমুভ করে দিন।
এবার মেনু থেকে internet speed metar অপেন করুন। কি দেখছেন 🙂 না ঠিক ঈ দেখছেন কোন সমস্যা হল টিউমেন্ট করবেন। আজ এখানেই শেষ করলাম। ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাইকে ঈদুল আযহা এর শুভেচ্ছা
আমি আশিফ ইমদাদ মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।