আসুন হ্যাকিং শিখি, একদম নতুনদের জন্য।


আস্লামুয়ালাইকুম

"আজকের বিষয় হল হ্যাকিং"

সরাসরি টিউনে চলে আসি।

আজকের টিউন টা নুবদের জন্য(যারা হ্যাকিং জগতে নতুন।)

যে বিষয় গুল আজকে দেখানো ও শিখানো হবেঃ

 

  • যে কোন ওয়েব সাইট এর এডমিন পেজ খুজে বাহির করা। 
  • ওয়েবসাইট এর ডাটাবেস থেকে এডমিন ইউজার নেম বাহির করা। 

 

যেহেতু এই টিউনটা নুব দের জন্য করা সেহেতু এখানে এডভান্স লেভেল এর কোন টুলস কিংবা SQLi দেখানো হবে নাহ।

তারছিরা পাবলিক দূরে থাকুন।দেখা যাবে নিচে টিউমেন্ট করছে,অইটা দিয়ে দেখালেন নাহ কেন এইটা তহ বাচ্চাও জানে।

তাদের উদ্দেশে বলতাছি দয়া করে প্রথমে টিউনের টাইটেল দেখবেন,তার পরে টিউমেন্ট করবেন।

 

প্রথমে নিচের লিঙ্ক থেকে হাভিজ প্রো ডাউনলোড করে নিন। 

ডাউনলোড লিঙ্ক।

এখন সবার মনে প্রশ্ন জাগতে পারে হাভিজ কি ?

হাভিজ হল একটি হ্যাকিং টুল।হাভিজ দিয়ে অনেক কাজই করা যায়।

আমরা যেটা করবো সেটা হল হাভিজ দিয়ে এডমিন প্যানেল খুজবো।

আশা করছি সবাই ডাউনলোড করে নিছেন এতক্ষনে।

তাহলে আর দেরি কিছের ????শুরু করা যাক,হ্যাকিং এর প্রথম ধাপ।

আমি এখানে টার্গেট হিসাবে নিয়েছি "দিনাজপুর টাইমস", বিঃদ্রঃআমি কিন্তু সাইট টা হ্যাক করবো নাহ।আমি শুধু আপনাদের দেখাবো কিভাবে এডমিন প্যানেল খুজবেন।

উপরের ছবিটা ভালো করে দেখুন।

তারপরে,

আপনার ডাউনলোড করা হাভিজ সফটওয়্যার টি ওপেন করুন।

এবার,

"Find Admin" এ ক্লিক করুন।

"Path To Search" এ আপনার টার্গেট ওয়েব সাইট এর লিঙ্ক দিন।

(আমি এখানে শেখানোর জন্য DinajpurTimes এর লিঙ্ক ব্যবহার করেছি)

তারপরে Start এ ক্লিক করুন।

উপরের চিত্রর মত এডমিন প্যানেল খুজা শুরু হবে।

এবং,

"Found Pages" এ খুজে পাওয়া এডমিন প্যানেল / এডমিন পেজ গুলা দেখাবে।

উপরের পিক এ আমি মারক করে দিছি কোনটা সাইট এর এডমিন প্যানেল ও কোনটা কন্ট্রোল প্যানেল লগ ইন।

যেকন একটা এডমিন পেজ ওপেন করুন।

কি দেখলেন ???

ওয়ার্ডপ্রেস লগ ইন পেজ।

তাহলে আর দেরি কিছের ???

চলুন এইবার ডাটা বেস থেকে এডমিন এর ইউজার নেম বাইর করে আনি।

প্রথমে এই লিঙ্ক এ ক্লিক করুন।

ওয়েব সাইট এ যান,

তারপরে বক্স এর মধ্যে, টার্গেট এর ওয়েব সাইট এর লিঙ্ক দেন।

এর পরে "Free WordPress Security Check" লিখার উপর ক্লিক করুন।

কি ???

উপরের পিক এ কি দেখলেন ???

বাইরায় আসছে নাহ এডমিন এর ইউজার নেম :)।

 

ধন্যবাদ আপনাদের 

হ্যাকিং এর A-Z নিয়ে চেইন টিউন করতে চাচ্ছি।কিন্তু আপনারা আগ্রহি নাহ হলে অথবা আমার টিউন ভাল নাহ লাগ্লে করবো নাহ।

তাই যারা যারা আগ্রহি তারা তারা আমার সাথে ফেজবুকে যোগাযোগ করতে পারবেন। 

অথবা

এখানেও টিউমেন্ট করতে পারেন

Level 0

আমি শফিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল হয়েছে ভাইয়া।

add diysi acpt kren ar menually ta dekhan

vai pass kamne pabo

    ভাই পাস পাওয়ার জন্য একটু বেশি কষ্ট করতে হবে । আর কালি লিনাক্স লাগবে ।

ঠিক বুঝলাম নাহ । কি দেখাবো ???

ভালো লিখেছেন ভাই….চালিয়ে যান…..সাথে আছি……
নতুন কিছুর অপেক্ষায় থাকলাম।।

ভালো লাগলো। চালিয়ে যান।

ভাই খুবই ভালো লাগছে। প্লিজ চালিয়ে যান!!!!